Tomake Bhalobeshe ( তোমাকে ভালোবেসে ) - Lyrics | Bushra Shahriar feat. Anupam Roy
Tomake Bhalobeshe ( তোমাকে ভালোবেসে ) - Lyrics | Bushra Shahriar feat. Anupam Roy
TOMAKE BHALOBESHE BY BUSHRA SHAHRIAR Lyrics : Presenting '' TOMAKE BHALOBESHE '' Bangla Romantic Song Lyrics.This song is Sung By Bushra Shahriar & Also Lyrics By Her.This song is Composed By Famous Indian Singer Anupom Roy .
SONG CREDITS [ TOMAKE BHALOBESHE ] :
Singer: Bushra Shahriar Ft. Anupam Roy
Lyrics: Bushra Shahriar
Music: Anupam Roy
Tomake Bhalobeshe ( তোমাকে ভালোবেসে ) - Lyrics :
তোমাকে ভালোবেসে - বুশরা শাহরিয়ার |
SONG CREDITS [ TOMAKE BHALOBESHE ] :
Singer: Bushra Shahriar Ft. Anupam Roy
Lyrics: Bushra Shahriar
Music: Anupam Roy
Tomake Bhalobeshe ( তোমাকে ভালোবেসে ) - Lyrics :
নয়নে লেগেছে নেশা , প্রেমেরই ...
তুমি ভরা একা হে রাত আমারি । - [ ২ বার ]
আমার এলো মেলো ইচ্ছে গুলো তোমায় ঘিরে আজ ,
আমার অগোছালো স্বপ্নেরা পেলো নতুন সাঁজ ।
তোমাকে ভালোবেসে ,
তোমাকে ভালোবেসে । - [ ৪ বার ]
কোন ভোরের প্রথম আলো হয়ে ,
এসেছিলে তুমি আমার মনে ...
কোন রাতের নিভে যাওয়া তাঁরা হয়ে
জ্বলে ছিলে তুমি আমার বুকে ... ।
আমি তোমার মনের আকাশ হতে চাই ,
ভালবাসা হয়ে ছুয়ে দিতে চাই ...
মন আকাশের ঘুড়ি হতে চাই ,
তোমার হাতে সে ঘুড়ির লাটাই ।
আমার এলো মেলো ইচ্ছে গুলো তোমায় ঘিরে আজ ,
আমার অগোছালো স্বপ্নেরা পেলো নতুন সাঁজ ।
তোমাকে ভালোবেসে ,
তোমাকে ভালোবেসে । - [ ৪ বার ]
কোন গাঙের প্রথম সুর হয়ে ,
বেজেছিলে তুমি মনের বিনায় ,
আমার ঘুমের রঙিন স্বপ্ন হয়ে ,
এসেছিলে তুমি চোখেরই পাতায় ।
আমি তোমার মনের আকাশ হতে চাই ,
ভালবাসা হয়ে ছুয়ে দিতে চাই ...
মন আকাশের ঘুড়ি হতে চাই ,
তোমার হাতে সে ঘুড়ির লাটাই ।
আমার এলো মেলো ইচ্ছে গুলো তোমায় ঘিরে আজ ,
আমার অগোছালো স্বপ্নেরা পেলো নতুন সাঁজ ।
তোমাকে ভালোবেসে ,
তোমাকে ভালোবেসে । - [ ৪ বার ]
[ সমাপ্ত ]