Tumi Acho Tai ( তুমি আছো তাই ) - Lyrics | Tahsan | Tahsan New Song Lyrics

Tumi Acho Tai ( তুমি আছো তাই ) - Lyrics | Tahsan | Tahsan New Song Lyrics
TUMI ACHO TAI BY TAHSAN KHAN AND SALMA TANJIM
TUMI ACHO TAI BY TAHSAN LYRICS : Presenting ''Tumi Acho Tai'' Bangla Song Lyrics.This song is Sang By Famous Bangladeshi Singer TAHSAN KHAN and Salma Tanjim.Here You Can Find TUMI ACHO TAI By Tahsan Lyrics In Bangla.






SONG CREDITS [ TUMI ACHO TAI ] :

Song Name : Tumi Acho Tai
Singer : Tahsan and Salma Tanjim
Composer : Tahsan Khan


Tumi Acho Tai ( তুমি আছো তাই )  Lyrics : 

দেখেছিলাম ... তোমায় আমি , 
আলো ছায়ার খেলায় তুমি । 
রংধনুর নীলের ছায়ায় , 
বন্ধন ... খুঁজি ফেরার । 
ও... তুমি কি আমার প্রিয় অভিমান । 

তোমায় ভেবে যাই , তোমার হয়ে যাই , তোমায় খুজে যাই 
তুমি আছো তাই । - [ ২ বার ] 

ভোরের আলোয় খুঁজে ফিরি , 
প্রণয়েরই মাঝে তুমি ,
তোমায় ঘেরা স্বপ্নফুঁড়ি ,  
আমার লেখা শব্দগুলো । 


ও... তুমি কি আমার প্রিয় অভিমান । 

তোমায় ভেবে যাই , তোমার হয়ে যাই , তোমায় খুজে যাই 
তুমি আছো তাই । - [ ২ বার ] 

একই পথে , একই সুরে , ক্লান্ত পথে 
দুজনার হয়ে , 
হেটে যাবো একই মনে ,একই গানে 
আবেগ হয়ে ...  - [ ২ বার ]  

তোমায় ভেবে যাই , তোমার হয়ে যাই , তোমায় খুজে যাই 
তুমি আছো তাই । - [ ২ বার ] 



][ সমাপ্ত ][ 


       
Blogger দ্বারা পরিচালিত.