Valo Thakar Ovinoy ( ভালো থাকার অভিনয় ) - Lyrics | Kazi Shuvo and Sharalipi
Valo Thakar Ovinoy ( ভালো থাকার অভিনয় ) - Lyrics | Kazi Shuvo and Sharalipi
VALO THAKAR OVINOY LYRICS : Presenting ''VALO THAKAR OVINOY'' Bangla Romantic Sad Song Lyrics.This song is sang By Kazi Shuvo and Sharalipi and Lyrics By Snahshish Ghosh. Tune and Composed By KAZI SHUVO.
[ VALO THAKAR OVINOY ] :
VALO THAKAR OVINOY BY KAZI SHUVO AND SHARALIPI |
[ VALO THAKAR OVINOY ] :
নেই ভালো তবু চলছে আমার ,
ভাল থাকার অভিনয় ।
ভাবিনি কখনও দেখতে হবে ,
ভালবাসার এই পরাজয় । - [ ২ বার ]
হতাৎ জীবন যেন কেমন ,
হয়ে গেল কি করি এখন ।
এভাবে বাঁচা তো বেচে থাকা নয় ,
নিজেকে আজ খুব একা মনে হয় । - [ ২ বার ]
একটাই প্রিয় মুখ ছিল জাতে সব সুখ ,
আজ তার ঠাই সুধু সৃতির পাতায় ।
অনুভবে ভেসে সেই সৃতি এসে ,
আজও প্রতিদিনই আমাকে কাদায় ।
হতাৎ জীবন যেন কেমন ,
হয়ে গেল কি করি এখন ।
এভাবে বাঁচা তো বেচে থাকা নয় ,
নিজেকে আজ খুব একা মনে হয় । - [ ২ বার ]
ছিল যে সবই আজ সেই ছবি ,
বড় যতনে আছে মনেরই ফ্রেমে ।
সপ্নেও দেখিনি , কখনও ভাবিনি ,
সবকিছু এভাবে যাবে থেমে ।
হতাৎ জীবন যেন কেমন ,
হয়ে গেল কি করি এখন ।
এভাবে বাঁচা তো বেচে থাকা নয় ,
নিজেকে আজ খুব একা মনে হয় । - [ ২ বার ]
[ সমাপ্ত ]