Ei Poth ( এই পথ ) - Lyrics | Tahsan | Tahsan New Song Lyrics 2016
Ei Poth ( এই পথ ) - Lyrics | Tahsan
EI POTH BY TAHSAN LYRICS : Presenting ''Ei Poth'' Bangla Romantic Song Lyrics.This song is Sang by Tahsan Khan and Lyrics By Mytrayee Sumi & Yeazdani. Music Directed By Yeazdani.
EI POTH [ SONG CREDITS ] :
Song Name : Ei Poth
Singer : Tahsan
Lyric : Mytrayee Sumi & Yeazdani
Tune and Music Arrangement : Yeazdani
Music Label : Pro Multimedia
][ সমাপ্ত ][
EI POTH BY TAHSAN |
EI POTH [ SONG CREDITS ] :
Song Name : Ei Poth
Singer : Tahsan
Lyric : Mytrayee Sumi & Yeazdani
Tune and Music Arrangement : Yeazdani
Music Label : Pro Multimedia
EI POTH LYRICS IN BANGLA BY TAHSAN :
এই পথ ধরে দূরে সরে গিয়ে ,
একা বল থাকি কি করে ।
আড়াল হলেও তবু মনে পড়ে ,
যত ছিল সুখ অগোচরে ।
আমার আকাশ কালো মেঘে ঢাকা ,
জীবন নীল রঙে আঁকা ।
ডানা মেলে আজ হারিয়ে যাওয়া ,
খুঁজতে তোমায় এটাই তো চাওয়া ।
শুনতে কি পাও মনেরই কথা ,
দারিয়ে আমি দেখ না,
সাথে আছে জোছনা ।
থেমে যায় যেন রাত আমার ,
থেকে যায় সৃতি পথ চলার ।
মেনে নিতে হায় মন কেঁদে যায় ,
অচেনা ছায়ায় হারাই ।
ডানা মেলে আজ হারিয়ে যাওয়া ,
খুঁজতে তোমায় এটাই তো চাওয়া ।
শুনতে কি পাও মনেরই কথা ,
দারিয়ে আমি দেখ না,
সাথে আছে জোছনা ।
কাটে না এ প্রহর আর
ভেজা রোদ করে হাহাকার ।
এসোনা ফিরে সেই ঠিকানায়
খুজে ফিরে যাই ,
তোমায় ......
ডানা মেলে আজ হারিয়ে যাওয়া ,
খুঁজতে তোমায় এটাই তো চাওয়া ।
শুনতে কি পাও মনেরই কথা ,
দারিয়ে আমি দেখ না,
সাথে আছে জোছনা ।
][ সমাপ্ত ][