Baundule ( বাউন্ডুলে ) - Lyrics | Minar Rahman
Baundule ( বাউন্ডুলে ) - Lyrics | Minar Rahman
BAUNDULE BY MINAR RAHMAN LYRICS : Presenting '' BAUNDULE'' Bangla Song Lyrics.This Song is Sang By Minar Rahman and Composed By Minar Rahman and Lyrics By Robiul Islam Jibon. This song is From the Album DEYALE DEYALE
SONG CREDITS [ BAUNDULE ] :
Album : Baundule
Singer : Minar
Lyric : Robiul Islam Jibon
Label : Cd Choice
Baundule ( বাউন্ডুলে ) Lyrics :
BAUNDULE BY MINAR RAHMAN |
SONG CREDITS [ BAUNDULE ] :
Album : Baundule
Singer : Minar
Lyric : Robiul Islam Jibon
Label : Cd Choice
Baundule ( বাউন্ডুলে ) Lyrics :
ইচ্ছে গুলো আমার মত
একটু বাউন্ডুলে ,
মনের যত অবুঝ কথা
হয়না বলা খুলে ।
- - -
ভাবছি এবার সময় করে
যাবো তোমার বাড়ি ,
ভালোবাসি বলব তোমায়
ভেঙ্গে সব আড়ি । - [ ২ বার - সম্পূর্ণ ]
তুলে নেবো সেমি কোলন
কমা কিংবা দাড়ি ... ।
ছোট্ট করে পাই যদি
তোমার অনুমুতি ,
রাখবো না আর আড়াল করে
আমার অনুভুতি । - [ ২ বার ]
তুলে নেবো সেমি কোলন
কমা কিংবা দাড়ি ... ।
তোমায় নিয়ে পাড়ি দেবো
রূপকথারই দেশে ,
ছায়া হয়ে থাকবো তোমার
পথের শুরু শেষে । - [ ২ বার ]
তুলে নেবো সেমি কোলন
কমা কিংবা দাড়ি ... ।
ইচ্ছে গুলো আমার মত
একটু বাউন্ডুলে ,
মনের যত অবুঝ কথা
হয়না বলা খুলে ।
- - -
ভাবছি এবার সময় করে
যাবো তোমার বাড়ি ,
ভালোবাসি বলব তোমায়
ভেঙ্গে সব আড়ি । - [ ২ বার - সম্পূর্ণ ]
[ সমাপ্ত ]