DUUR THEKE (দূর থেকে) LYRICS - MINAR RAHMAN | BENGALI SONG 2016
DUUR THEKE BY MINAR RAHMAN MP3 SONG LYRICS IN BANGLA :
দূর থেকে ( মিনার রহমান ) লিরিক্স |
SONG CREDITS :
■ Track Name : Duur Theke
■ Singer : Minar Rahman
■ Lyrics : Minar Rahman
■ Composition : Minar Rahman
■ Album : Jhoom
■ Label : Surinder Films Pvt. Ltd.
■ Release Date : 2016
DUUR THEKE BY MINAR OFFICIAL MUSIC VIDEO
DUUR THEKE BY MINAR RAHMAN LYRICS IN BANGLA
উড়ে উড়ে শহরটা জুড়ে
তোমাকেই ঘিরে কল্পনা ।
ভুলে যাওয়া চেনা সেই সুরে ,
আজও তোমারই আল্পনা।
আমি সব ভুলে দাড়িয়ে ,
শুধু তোমায় দেখতে রাজি ।
জানি চোখ মেলে দেখবে না,
তবু আজও আমি আছি ।
তাই দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দেখবো নির্জনে।
উড়ে উড়ে শহরটা জুড়ে
তোমাকেই ঘিরে কল্পনা ।
ভুলে যাওয়া চেনা সেই সুরে ,
আজও তোমারই আল্পনা।
দূরে তুমি কেন লুকিয়ে,
জানতে দিলে না ।
অগোচরে কোথায় হারালে?
বুঝতে দিলে না ।
আমি সব ভুলে দাড়িয়ে,
শুধু তোমায় দেখতে রাজী ।
জানি চোখ মেলে দেখবে না,
তবু আজও আমি আছি ।
তাই দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দেখবো নির্জনে।
ধুলো পরা সব ক্যানভাসে,
তোমার স্মৃতির রংএ হারিয়ে।
ছিঁড়ে ফেলা কবিতার মিছিলে,
তুমি নেই, তুমি নেই ।
তাই দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দেখবো নির্জনে। - [ ২ বার ]
][ সমাপ্ত ][