DUUR THEKE (দূর থেকে) LYRICS - MINAR RAHMAN | BENGALI SONG 2016

DUUR THEKE BY MINAR RAHMAN MP3 SONG LYRICS IN BANGLA :

duur-theke-lyrics,duur-theke-by-minar-lyrics-in-bangla,duur-theke-minar-mp3-download
দূর থেকে ( মিনার রহমান ) লিরিক্স 
DUUR THEKE LYRICS BY MINAR RAHMAN : Presenting ' Duur Theke ' Bengali Song Lyrics.This song is sung By Minar Rahman & Lyrics was planned By Minar Rahman.This song was originally From the album ' JHOOM ', later it was used in the Drama ' Jokhon Boshonto ' featuring Afran Nisho & Sharlin.








SONG CREDITS :

■ Track Name : Duur Theke
■ Singer : Minar Rahman
■ Lyrics : Minar Rahman
■ Composition : Minar Rahman
■ Album : Jhoom
■ Label : Surinder Films Pvt. Ltd.
■ Release Date : 2016


DUUR THEKE BY MINAR OFFICIAL MUSIC VIDEO


DUUR THEKE BY MINAR RAHMAN LYRICS IN BANGLA

উড়ে উড়ে শহরটা জুড়ে 
তোমাকেই ঘিরে কল্পনা ।
ভুলে যাওয়া চেনা সেই সুরে ,
আজও তোমারই আল্পনা। 

আমি সব ভুলে দাড়িয়ে , 
শুধু তোমায় দেখতে রাজি ।
জানি চোখ মেলে দেখবে না, 
তবু আজও আমি আছি ।

তাই দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দেখবো নির্জনে।

উড়ে উড়ে শহরটা জুড়ে 
তোমাকেই ঘিরে কল্পনা ।
ভুলে যাওয়া চেনা সেই সুরে ,
আজও তোমারই আল্পনা। 

দূরে তুমি কেন লুকিয়ে,
জানতে দিলে না ।
অগোচরে কোথায় হারালে?
বুঝতে দিলে না ।

আমি সব ভুলে দাড়িয়ে, 
শুধু তোমায় দেখতে রাজী ।
জানি চোখ মেলে দেখবে না, 
তবু আজও আমি আছি ।

তাই দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দেখবো নির্জনে। 

ধুলো পরা সব ক্যানভাসে,
তোমার স্মৃতির রংএ হারিয়ে।
ছিঁড়ে ফেলা কবিতার মিছিলে,
তুমি নেই, তুমি নেই । 

তাই দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দেখবো নির্জনে। - [ ২ বার ] 
][ সমাপ্ত ][ 
Blogger দ্বারা পরিচালিত.