Lukiye Thaka Lyrics | Minar Rahman | DUUR THEKE |

Lukiye Thaka By Minar Lyrics

Lukiye Thaka By Minar


Presenting ''Lukiye Thaka'' Song Lyrics.This Song is Sung By MINAR RAHMAN.''Lukiye Thaka'' Song is taken From the Album ''DUUR THEKE''Lukiye thaka,Lukiye Thaka Song Lyrics,Lukiye Thaka By Minar Rahman,Lukiye Thaka By Minar,Lukiye Thaka Song Lyrics,Lukiye Thaka Bangla Song,Lukiye Thaka By Minar Mp3 Download,Lukiye Thaka Song Lyrics,Lukiye Thaka By Minar Bangla Lyrics,লুকিয়ে থাকা লিরিক্স 


LUKIYE THAKA By Minar Lyrics


লুকিয়ে থাকা, জোনাক জ্বলা,
একটা সন্ধ্যা দাও ।
ঐ দুর আকাশে, ঘন কালো ,
মেঘের দিকে চাও ।



ভেজা মাটি , শান্ত দিঘী ,
ছুঁতে যদি চাও ...... ও ও ...
পরশ মাখা , আগলে রাখা ,
হাত দুটো বাড়াও ।





লুকিয়ে থাকা, জোনাক জ্বলা,
একটা সন্ধ্যা দাও ।
ঐ দুর আকাশে, ঘন কালো ,
মেঘের দিকে চাও ।

ভেজা মাটি , শান্ত দিঘী ,
ছুঁতে যদি চাও ...... ও ও ...
পরশ মাখা , আগলে রাখা ,
হাত দুটো বাড়াও ।



রুপকথারা ডানা মেলে , আসবে যখন ছুটে ,
তুমি আঁকড়ে ধড়া , শান্ত ঝিঁঝিঁর ডাক যেওনা ভুলে ( ২ বার )




বৃষ্টি ঝরা, রদ্রু মাখা ,
রূপটা যদি পাও ।
একটু হেঁসে, চুপটি বসে ,
জোছনাটা সাঁজাও ।


আর একটা দিঘী, রাত্রই যদি
পারি দিতে চাও ...


বৃহতেরও চোরাবালি ,
বেঁয়ে তুমি যাও ।

রুপকথারা ডানা মেলে , আসবে যখন ছুটে ,

তুমি আঁকড়ে ধড়া , শান্ত ঝিঁঝিঁর ডাক যেওনা ভুলে ( ২ বার )

][ সমাপ্ত ][ 

Blogger দ্বারা পরিচালিত.