BHABNAPUR LYRICS (ভাবনাপুর) - Fuad ft. Turjo | Notun Gaaner Khoje
BHABNAPUR SONG LYRICS BY TURJO GRAMEENPHONE Notun Gaaner Khoje
![]() |
ভাবনাপুর লিরিক্স তুর্য |
Grameenphone brings “Notun Gaaner Khoje” for aspiring singers and songwriters, an opportunity to showcase your talent among everyone. It is now possible to pursue your aspirations with the help of Internet, and in collaboration with renowned musician and composer Fuad Almuqtadir.
Credits -
- Song : Bhabnapur
- Singer : Turjo
- Lyrics : Fuad Almuqtadir
- Music : Fuad Almuqtadir
- Label : Grameenphone
- Release Date : Jun 14, 2021
BHABNAPUR FULL SONG BY TURJO
BHABNAPUR SONG LYRICS FUAD Ft. TURJO
পালটে দেবো তোমার এক ইশারায়,
এ শহর তল্লাট পুরোটাই।
নিশ্বাস হবো, বিশ্বাস তুমি রেখো,
মাতাল প্রণয় সুখে চলো লুটাই।
তুমি আমি মিলে ভালোবাসা উড়াই,
কারন অকারনে অযথা।
আমার এ ভাবনাপুরে
তুমি আসো রোজ,
এই মন গহীনে কেনো এলে না?
তুমি কান্নার ঢেউ তুলে দাও
নয়ন যমুনায়,
উতলা প্রেমে ভাসালে না। - [ ২ বার ]
অভিমানি মন মেঘের মতন,
বরষা হয়ে কাঁদে অঝরে।
উচাটন মন শুধু করে জ্বালাতন,
তোমাকে না পেলে মানবে না এখন।
আমার ইচ্ছেরা দিচ্ছে তোমায় পাহারা,
ঘটাবে তোমার মনে প্রেমের বিস্ফোরণ।
আমার এ ভাবনাপুরে
তুমি আসো রোজ,
এই মন গহীনে কেনো এলে না?
তুমি কান্নার ঢেউ তুলে দাও
নয়ন যমুনায়,
উতলা প্রেমে ভাসালে না। - [ ২ বার ]
][সমাপ্ত][
© Grameenphone & mylyricswiki.com
নতুন গানের খোঁজে'র সবগুলো গানের লিরিক্স আমাদের ওয়েবসাইটে এক্সক্লুসিভ ভাবে প্রকাশ করা হয়েছে। মন মাতানো সব বাংলা গানের নির্ভুল এবং গোছানো লিরিক্স পেতে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ভালো বাংলা গানকে উৎসাহিত করুন।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box