Noya Daman Lyrics - Tosiba & Muza | Sylheti Wedding Song
NOYA DAMAN MP3 SONG LYRICS BY MUZA AND TOSIBA
![]() |
Aila Re Noya Daman Lyrics |
SONG CREDITS :
◉ Song : Noya Daman
◉ Singer : Muza and Tosiba
◉ Lyrics : Hason Raja
◉ Composer : Muza
◉ Label : Muza (Pvt. Release)
◉ Release Date : Mar 6, 2021
AILA RE NOYA DAMAN FULL SONG BY MUZA
NOYA DAMAN LYRICS IN BANGLA BY MUZA
আইলারে নয়া দামান
আসমানে ও তেরা
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেরা
দামান বও দামান বও। - [ ২ বার ]
ও দামান বও দামান বও।
সিলেটি সুন্দরী খরলো
মনতো আমার চুরি,
Walking Like A Boss Lady
Shaking All Her Churis Man
Shaking All her Churis.
Know That
I'm Gon' Be The One To
Call You My Wifey.
দামান লইয়া আইলে বন্ধু
In A গরুর গাড়ি,
Baby সিলেটি ফেরারি,
Baby সিলেটি ফেরারি।
বও দামান কওরে খথা,
খাওরে বাটার পান,
যাইবার খথা কও যদি
কাইট্যা রাখুম কান ।
দামান বও, দামান বও। - [ ২ বার ]
আইলারে নয়া দামান
আসমানে ও তেরা
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেরা
দামান বও দামান বও। - [ ২ বার ]
ও দামান বও দামান বও।
আইলারে নয়া দামান
আসমানে ও তেরা
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেরা
দামান বও দামান বও।
ও দামান বও দামান বও।
][সমাপ্ত][
(উপরের লিরিক্সটি Tosiba & Muza গাওয়া গানটির লিরিক্স)
ভাষার দিক দিয়ে সিলেটি ভাষায় গানটি যেভাবে গাওয়া হয়েছে, ঠিক সেভাবেই লিরিক্সটি এখানে দেয়া হয়েছে।
নয়া দামান গানের সম্পূর্ণ লিরিক্স
আইলারে নয়া দামান,
আসমানেরও তেরা
বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেরা
ও দামান বও, দামান বও।
বও দামান কওরে কথা,
খাওরে বাটার পান,
যাইবার কথা কও যদি কাইট্যা রাখমু কান।
ও দামান বও, দামান বও।
আইলারে দামান্দর ভাই হিজলেরও মোড়া
ঠুনকি দিলে মাটিত পড়ইন,
ষাইট/সত্তইরের বুড়া ।
ও দামান বও, দামান বও।
আইলারে দামান্দর বইন,
কইতা একখান কথা
কইনার ভাইর ছে’রা দেইখা,
হইয়া গেলা বোবা ।
ও দামান বও, দামান বও।
আইলারে দামান্দর ভাইর বউ,
দেখতে বটর ঘাইল,
উঠতে বইতে সময় লাগে,
করইন আইল-জাইল।
ও দামান বও, দামান বও।
][সমাপ্ত][
নয়া দামান লিরিক্স
Aila Re Noya Daman
Aasmanero Tera
Bisana Bisaya Dilam
Shail Dhaaner Nera
Daman Boh, Daman Boh;
Aila Re Noya Daman
Aasmanero Tera
Bisana Bisaya Dilam
Shail Dhaaner Nera
Daman Boh, Daman Boh
Daman Boh, Daman Boh.
Sylheti Shundori Khorlo
Mon Tho Amar Suri
Walking Like A Boss Lady
Shaking All Her Churis Man
Shaking All her Churis.
Know That
I'm Gon' Be The One To
Call You My Wifey
Daman Oya
Aila Bondhu
In A Gorur Gari Baby
Sylheti Ferrari Baby
Sylheti Ferrari.
Boh Daman
Kou Reh Khotha
Khao Reh Batar Paan
Zaibar Khotha Kou Jodi
Kaitta Rakhmu Kaan
Daman Boh Daman Boh;
Boh Daman
Kou Reh Khotha
Khao Reh bBatar Paan
Zaibar Khotha Kou Jodi
Kaitta Rakhmu Kaan
Daman Boh Daman Boh.
Aila Re Noya Daman
Aasmanero Tera
Bisana Bisaya Dilam
Shail Dhaaner Nera
Daman Boh, Daman Boh;
Aila Re Noya Daman
Aasmanero Tera
Bisana Bisaya Dilam
Shail Dhaaner Nera
Daman Boh, Daman Boh
Daman Boh, Daman Boh.
Aila Re Noya Daman
Aasmanero Tera
Bisana Bisaya Dilam
Shail Dhaaner Nera
Daman Boh, Daman Boh
Daman Boh, Daman Boh
Daman Boh, Daman Boh.
][ THE END][
নয়া দামান গানের পটভূমি এবং কিছু কথাঃ
এটি সিলেট অঞ্চলের একটি প্রচলিত বিয়ের গান। বিয়ের গান আমাদের বিপুলায়তন লোকসাহিত্য বা লোক গানের ই একটি শাখা। লোক মূখে প্রচারিত বলেই একেক এলাকায় একেক রকম করে গাওয়া হয়ে থাকে এ গান। তাই কোথাও এ গান তিন অন্তরা বা তিন প্যারাগ্রাফ, আবার কোথাও এর বেশী।
এটি নির্ভর করে কতটুকু সময় পাওয়া যাবে গানটি গাইতে, তার উপর। বিয়ের গান, সারি গান ইত্যাদি লোকগানে একটি বিষয় লক্ষনীয়, এ গানগুলো যাতে সাধারণ মানুষ সহজে মনে রাখতে পারেন, সেজন্যই গানগুলির কথা বিশেষ ভাবে সাজানো হয়। গানের মূল কথা অবিকল রেখে অল্পকিছু কথা দিয়ে বাকী অন্তরাগুলো সাজানো হয় । মূল কথাগুলো ঠিক রেখে মাত্র দুই তিনটি শব্দের হেরফেরে বাকী পদগুলো সাজানো হয়। ফলে মনে রাখা সহজ হয়। কেননা দু তিনটি শব্দ বাদে বাকী পদটুকু একই থাকে। এই গানটির কথাই ধরা যাক। এখানে গানের এক পদে দামান্দের ভাই এর কথা বলা হয়েছে, এর পরের অন্তরা বা পদে দামান্দের বোন, এর ও পরের পদে দামান্দের ভাবীর কথা এসেছে । এভাবে দাদী, নানি, সহ অনেকের কথা বলা যায় বা বলা হয়। আমাদের সারিগান ও বিয়ের গানে এ রচনাশৈলীর ব্যবহার খেয়াল করার মতো । এ গানের বিষয় হলো, শ্বশুরবাড়ীতে নতুন জামাইয়ের আগমনে তাকে বরণ করে নেয়া।
গানটির চিত্রপটঃ
শ্বশুর বাড়ীতে জামাই এসেছেন, তার সাথে এসেছেন তার পরিবারের সদস্যরা। কনের ছোটবোন ও ভাবীরা মিলে অতিথিদের বরণ করে নিচ্ছেন। বরণ করতে গিয়ে তারা কৌতুক করে নতুন জামাই (সিলেটে নতুন জামাইকে বলা হয় দামান) কে এবং ক্রমে ক্রমে জামাইয়ের পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে কৌতুকপুর্ণ বর্ণনা দিচ্ছেন। সেই সাথে সাদরে বসার জন্য ‘শাইল ধানের শুকনো নাড়া’ দেখিয়ে বলছেন- বও দামান বও।
(সংগৃহীত)
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box