ETO BHALOBASHI (এতো ভালোবাসি) LYRICS - IMRAN MAHMUDUL
ETO BHALOBASHI MP3 SONG LYRICS BY IMRAN MAHMUDUL :
![]() |
এতো ভালোবাসি লিরিক্স |
SONG CREDITS:
■ Title: Eto Bhalobashi
■ Singer: Imran Mahmudul
■ Lyrics : Jamal Hossain
■ Music : Imran Mahmudul
■ Label : Rangon Music
■ Release Date : Nov 23, 2020
ETO BHALOBASHI BY IMRAN OFFICIAL MUSIC VIDEO
ETO BHALOBASHI SONG LYRICS IMRAN
জানিনা কেন তোকে
এতো ভালোবাসি,
কত ব্যাথা দিস রে তুই
তবু আমি হাসি। - [ ২ বার]
দিয়ে যা ব্যাথা তুই,
এ বুকে আরও বেশি,
বারবার যেন তোরই কাছে
ছুটে আসি...ভালোবাসি।
জানিনা কেন তোকে
এতো ভালোবাসি,
কত ব্যথা দিস রে তুই
তবু আমি হাসি।
কাটেনা দিন
আমার তোকে ছাড়া,
তুই বিহনে আমি যে
বড়ো দিশেহারা। - [ ২ বার ]
শুনে যা একবার
তোর মাঝে ডুবি ভাসি,
ভুলে যাই সবই দেখে তোর ওই
মুখের হাসি...ভালোবাসি।
জানিনা কেন তোকে
এতো ভালোবাসি,
কত ব্যাথা দিস রে তুই
তবু আমি হাসি।
বোঝেনা মন,
আমার ভেবে সারা,
দুই নয়নে বহে যে
নোনা জলধারা। - [ ২ বার ]
দিয়ে যা ব্যাথা তুই,
এ বুকে আরও বেশি,
বারবার যেন তোরই কাছে
ছুটে আসি...ভালোবাসি।
জানিনা কেন তোকে
এতো ভালোবাসি,
কত ব্যথা দিস রে তুই
তবু আমি হাসি।
][ সমাপ্ত ][
আপনার ভালো লাগার মতো আরো কিছু গানঃ
■ চুপ কথা
বাংলা মন মাতানো সব গানের নির্ভুল লিরিক্সটি পেতে ভিজিট করুন আমাদের এই ওয়েবসাইটে। নতুন সব গানের আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন MYLYRICSWIKI.COM
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box