NITHUA PATHARE (নিথুয়া পাথারে) LYRICS - MONPURA (2009)
NITHUA PATHARE MP3 SONG LYRICS FROM MONPURA
![]() |
| নিথুয়া পাথারে লিরিক্স |
SONG CREDITS:
■ Title: Nithua Pathare
■ Singer: Fazlur Rahman Babu
■ Lyrics :
■ Music : Arnob
■ Movie : Monpura
■ Label : Laser Vision.
■ Release Date : 2008 (AudioCD Published)
NITHUA PATHARE FULL SONG
NITHUA PATHARE LYRICS
নিথুয়া পাথারে,
নেমেছি বন্ধু রে,
ধর বন্ধু আমার কেহ নাই।
নিথুয়া পাথারে,
নেমেছি বন্ধু রে,
ধর বন্ধু আমার কেহ নাই।
ধর বন্ধু আমার কেহ নাই,
তোল বন্ধু আমার কেহ নাই।
চিকনও ধুতিখানি পড়িতে না জানি,
না জানি বান্ধিতে কেশ।
চিকন ধুতিখানি পড়িতে না জানি,
না জানি বান্ধিতে কেশ।
না জানি বান্ধিতে কেশ,
না জানি বান্ধিতে কেশ।
অল্প বয়সে পিরিতি করিয়া,
হয়ে গেল জীবনেরও শেষ।
অল্প বয়সে পিরিতি করিয়া,
হয়ে গেল জীবনেরও শেষ।
প্রেমেরও মুরালি
বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর।
প্রেমেরও মুরালি
বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর।
না পারি বান্ধিতে সুর,
না পারি বান্ধিতে সুর।
নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে,
ধর বন্ধু আমার কেহ নাই।
ধর বন্ধু আমার কেহ নাই,
তোল বন্ধু আমার কেহ নাই,
ধর বন্ধু আমার কেহ নাই,
তোল বন্ধু আমার কেহ নাই।
][সমাপ্ত][
বাংলা মন মাতানো সব গানের নির্ভুল লিরিক্সটি পেতে ভিজিট করুন আমাদের এই ওয়েবসাইটে। নতুন সব গানের আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন MYLYRICSWIKI.COM

কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box