JAO PAKHI BOLO TARE (যাও পাখি বলো তারে) LYRICS - MONPURA (2009)
JAO PAKHI BOLO TARE MP3 SONG LYRICS FROM MONPURA (2009)
![]() |
যাও পাখি বলো তারে লিরিক্স |
SONG CREDITS:
■ Title: Jao Pakhi Bolo Tare
■ Singer: Krishnokoli & Kaz Kazim
■ Lyrics :
■ Music : Arnob
■ Movie : Monpura
■ Label : Laser Vision.
■ Release Date : 2008 (AudioCD Published)
JAO PAKHI BOLO TARE FULL SONG COVER BY MASHA
JAO PAKHI BOLO TARE LYRICS\
সোনার ও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে,
যাও পাখি বলো তারে,
সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো
মনে রেখো এ আমারে।
বুকের ভেতর নোনা ব্যাথা,
চোখে আমার ঝরে কথা,
এপার ওপার তোলপার একা। - [ ২ বার ]
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো
মনে রেখো এ আমারে।
মেঘের উপর আকাশ ওড়ে,
নদীর ওপার পাখির বাসা,
মনে বন্ধু বড় আসা। - [ ২ বার]
যাও পাখি যারে উড়ে,
তারে কইও আমার হয়ে,
চোখ জ্বলে যায় দেখবো তারে,
মন চলে যায় অদূর দূরে।
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো
মনে রেখো এ আমারে।
সোনার ও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে,
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেকো ভালো থেকো,
মনে রেখো এ আমারে।
][সমাপ্ত][
বাংলা মন মাতানো সব গানের নির্ভুল লিরিক্সটি পেতে ভিজিট করুন আমাদের এই ওয়েবসাইটে। নতুন সব গানের আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন MYLYRICSWIKI.COM
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box