Harate Debo Na (হারাতে দেবো না) Lyrics - Avraal Sahir & Prity Sheikh
![]() |
HARATE DEBO NA (হারাতে দেবো না): 'Harate Debo Na' is a bangali natok song by Avraal Sahir & Prity Sheikh. Lyric, Tune & Music by Avraal Sahir. The song is available in the Gollachut youtube channel.
SONG CREDITS -
■ Song: Harate Debo Na - হারাতে দেবো না ■ Vocal: Avraal Sahir & Prity Sheikh■ Lyric : Avraal Sahir■ Tune & Music : Avraal Sahir■ Label : GOLLACHUT■ Release Date : July 19, 2020
Harate Debo Na (হারাতে দেবো না) FULL VIDEO SONG
HARATE DEBO NA (হারাতে দেবো না) SONG LYRICS IN BANGLA
তোমাকে, শুধু তোমাকে আমি চেয়েছি, কাছে পেয়েছি, ভালবেসেছি জীবনে।না না না ছেড়ে যাবো না। কথা তোমায় দিলাম,দু পা বাড়িয়ে এলামসঙ্গী হবো বলে এই পথচলা।
হারাতে দেবো না তোমায় কখনোআমার এই জীবন থেকে,ভালোবেসে রবো পাশে তোমার সুখে দুঃখে। - [২ বার]
তুমি এলে তো পেয়ে গেলামজীবনের মানে,ঘিরে আছো চারিপাশ আমার সবখানে।
চোখেরই আলোতে এলে তুমিআঁধার সরিয়ে,ভালোবাসার এই কোন চাদরেনিলে জড়িয়ে?
হারাতে চাই তোমায় নিয়েস্বপ্নেরও খেয়ায়, দু চোখ বুজে খুঁজে নেবোঠিকই তোমায়।
সবখানে, হৃদয়ের সবখানেতোমারই আনাগোনা,তুমি কি জানোনা, ভালবাসা আমার শুধু তোমার।
হারাতে দেবো না তোমায় কখনোআমার এই জীবন থেকে,ভালোবেসে রবো পাশে তোমার সুখে দুঃখে। - [৩ বার]
][ সমাপ্ত ][
তোমাকে, শুধু তোমাকে
আমি চেয়েছি, কাছে পেয়েছি,
ভালবেসেছি জীবনে।
না না না ছেড়ে যাবো না।
কথা তোমায় দিলাম,
দু পা বাড়িয়ে এলাম
সঙ্গী হবো বলে এই পথচলা।
হারাতে দেবো না তোমায় কখনো
আমার এই জীবন থেকে,
ভালোবেসে রবো পাশে তোমার
সুখে দুঃখে। - [২ বার]
তুমি এলে তো পেয়ে গেলাম
জীবনের মানে,
ঘিরে আছো চারিপাশ
আমার সবখানে।
চোখেরই আলোতে এলে তুমি
আঁধার সরিয়ে,
ভালোবাসার এই কোন চাদরে
নিলে জড়িয়ে?
হারাতে চাই তোমায় নিয়ে
স্বপ্নেরও খেয়ায়,
দু চোখ বুজে খুঁজে নেবো
ঠিকই তোমায়।
সবখানে, হৃদয়ের সবখানে
তোমারই আনাগোনা,
তুমি কি জানোনা,
ভালবাসা আমার শুধু তোমার।
হারাতে দেবো না তোমায় কখনো
আমার এই জীবন থেকে,
ভালোবেসে রবো পাশে তোমার
সুখে দুঃখে। - [৩ বার]
Harate Debo Na (হারাতে দেবো না) গানটি আপনার কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box