Oi Gramer Maiya (ঐ গেরামের মাইয়া ) Lyrics - Akram Khan
![]() |
OI GRAMER MAIYA (ঐ গেরামের মাইয়া ): 'Oi Gramer Maiya' is a bangali song by Akram Khan. Lyric by Sm Ali. The song is available in the Soundtek youtube channel.
SONG CREDITS -
■ Song: Oi Gramer Maiya - ঐ গেরামের মাইয়া ■ Singer: Akram Khan■ Lyric: Sm Ali■ Tune: Akram Khan■ Label: Soundtek■ Release Date : July 23, 2020
Oi Gramer Maiya (ঐ গেরামের মাইয়া ) FULL VIDEO SONG
OI GRAMER MAIYA (ঐ গেরামের মাইয়া ) SONG LYRICS IN BANGLA
ওই গেরামের মাইয়া রে, শাড়ি চুড়ি পইড়া রে, আড় চোখে কেন থাকিসআমার দিকে চাইয়া? – [২ বার]
আড় চোখে কেন থাকিসআমার দিকে চাইয়া?
তোর চোখের ভাষায় বুঝি আমি ভালবাসিস মোরে। তোরে দেখলে বুকের মাঝে কেমন জানি করে। – [২ বার]
ওরে তোরে যদি না পাই আমি যাইমু আমি মইরা রে।
ওই গেরামের মাইয়া রে, শাড়ি চুড়ি পইড়া রে, আড় চোখে কেন থাকিসআমার দিকে চাইয়া?
আড় চোখে কেন থাকিসআমার দিকে চাইয়া?
তোর শাড়ির আঁচল উড়ে যখনদেখি আমি চাইয়া, রুমুর ঝুমুর চুড়ির শব্দে মন নিলো কারিয়া। - [২ বার]
ওরে ভাল যদি বাসিস আমায় দে না রে তুই কইয়া রে।
ওই গেরামের মাইয়া রে, শাড়ি চুড়ি পইড়া রে, আড় চোখে কেন থাকিসআমার দিকে চাইয়া? – [২ বার]
আড় চোখে কেন থাকিসআমার দিকে চাইয়া?
][ সমাপ্ত ][
ওই গেরামের মাইয়া রে,
শাড়ি চুড়ি পইড়া রে,
আড় চোখে কেন থাকিস
আমার দিকে চাইয়া? – [২ বার]
আড় চোখে কেন থাকিস
আমার দিকে চাইয়া?
তোর চোখের ভাষায় বুঝি আমি
ভালবাসিস মোরে।
তোরে দেখলে বুকের মাঝে
কেমন জানি করে। – [২ বার]
ওরে তোরে যদি না পাই আমি
যাইমু আমি মইরা রে।
ওই গেরামের মাইয়া রে,
শাড়ি চুড়ি পইড়া রে,
আড় চোখে কেন থাকিস
আমার দিকে চাইয়া?
আড় চোখে কেন থাকিস
আমার দিকে চাইয়া?
তোর শাড়ির আঁচল উড়ে যখন
দেখি আমি চাইয়া,
রুমুর ঝুমুর চুড়ির শব্দে
মন নিলো কারিয়া। - [২ বার]
ওরে ভাল যদি বাসিস আমায়
দে না রে তুই কইয়া রে।
ওই গেরামের মাইয়া রে,
শাড়ি চুড়ি পইড়া রে,
আড় চোখে কেন থাকিস
আমার দিকে চাইয়া? – [২ বার]
আড় চোখে কেন থাকিস
আমার দিকে চাইয়া?
Oi Gramer Maiya (ঐ গেরামের মাইয়া ) গানটি আপনার কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box