O MON (ও মন) LYRICS - Ishan Mitra & Trissha Chatterjee
O MON LYRICS FROM Ke Tumi Nandini (2019) - "O MON" is a Bengali song Sung By Ishan Mitra and Trissha Chatterjee.Tuned & Composed by Amlaan with lyrics by Prasen."Konya Re" is a song from the Indian Bengali movie Ke Tumi Nandini, Directed By Pathikrit Basu, Picturised on Bonny Sengupta, Rupsha Mukhopadhyay, This song was released by SVF.
SONG CREDITS
■ Song: O Mon
■ Singer: Ishan Mitra and Trissha Chatterjee
■ Lyrics : Prasen
■ Music: Amlaan
■ Label: SVF Music
■ Release Date : Mar 21, 2019
SONG CREDITS
■ Song: O Mon
■ Singer: Ishan Mitra and Trissha Chatterjee
■ Lyrics : Prasen
■ Music: Amlaan
■ Label: SVF Music
■ Release Date : Mar 21, 2019
O MON FULL SONG
O MON FULL SONG LYRICS
শুনে যাই,
শুধু শুনে যাই,
আর দিন গুলো গুনে গুনে যাই।
বুনে যাই,
কথা বুনে যাই,
আর ভাবতে থাকি
কবে তোকে শোনাই।
যত দূরে দূরে চলি,
কাছে পিঠে ঘুরে চলি,
মনে হয় বলে ফেলি
'ভালোবাসি তোকে'।
ও মন - তুই ভীষণ পাজি,
ও মন - কেন হোস না রাজি?
ও মন - তুই আমায় আজই দে বলে দে।
ও মন - কেন অন্য রকম?
ও মন - তোর চোখের ভাষা,
ও মন - হয়ে ভালোবাসা দে বলে দে।
আমাদেরই, কুঁড়েঘরে,
আছে মন কেমনের আস্তানা,
ছলছুতো, খুঁজে মরে,
তোকে দেখতে পাওয়ার রাস্তারা। - [ ২ বার ]
যত দূরে দূরে চলি,
কাছে পিঠে ঘুরে চলি,
মনে হয় বলে ফেলি
'ভালোবাসি তোকে'।
ও মন - তুই ভীষণ পাজি,
ও মন - কেন হোস না রাজি?
ও মন - তুই আমায় আজই দে বলে দে।
ও মন - কেন অন্য রকম?
ও মন - তোর চোখের ভাষা,
ও মন - হয়ে ভালোবাসা
দে বলে দে।
ভুলে ভরা পৃথিবীটা,
যেন তোর নামেতেই সত্যি হয়।
আমারও তো বেঁচে থাকা
তোর জন্যে যেমন মিথ্যে নয়। - [ ২ বার ]
যত দূরে দূরে চলি,
কাছে পিঠে ঘুরে চলি,
মনে হয় বলে ফেলি
'ভালোবাসি তোকে'।
ও মন - তুই ভীষণ পাজি,
ও মন - কেন হোস না রাজি?
ও মন - তুই আমায় আজই দে বলে দে।
ও মন - কেন অন্য রকম?
ও মন - তোর চোখের ভাষা,
ও মন - হয়ে ভালোবাসা
দে বলে দে।
][ সমাপ্ত ][
শুধু শুনে যাই,
আর দিন গুলো গুনে গুনে যাই।
বুনে যাই,
কথা বুনে যাই,
আর ভাবতে থাকি
কবে তোকে শোনাই।
যত দূরে দূরে চলি,
কাছে পিঠে ঘুরে চলি,
মনে হয় বলে ফেলি
'ভালোবাসি তোকে'।
ও মন - তুই ভীষণ পাজি,
ও মন - কেন হোস না রাজি?
ও মন - তুই আমায় আজই দে বলে দে।
ও মন - কেন অন্য রকম?
ও মন - তোর চোখের ভাষা,
ও মন - হয়ে ভালোবাসা দে বলে দে।
আমাদেরই, কুঁড়েঘরে,
আছে মন কেমনের আস্তানা,
ছলছুতো, খুঁজে মরে,
তোকে দেখতে পাওয়ার রাস্তারা। - [ ২ বার ]
যত দূরে দূরে চলি,
কাছে পিঠে ঘুরে চলি,
মনে হয় বলে ফেলি
'ভালোবাসি তোকে'।
ও মন - তুই ভীষণ পাজি,
ও মন - কেন হোস না রাজি?
ও মন - তুই আমায় আজই দে বলে দে।
ও মন - কেন অন্য রকম?
ও মন - তোর চোখের ভাষা,
ও মন - হয়ে ভালোবাসা
দে বলে দে।
ভুলে ভরা পৃথিবীটা,
যেন তোর নামেতেই সত্যি হয়।
আমারও তো বেঁচে থাকা
তোর জন্যে যেমন মিথ্যে নয়। - [ ২ বার ]
যত দূরে দূরে চলি,
কাছে পিঠে ঘুরে চলি,
মনে হয় বলে ফেলি
'ভালোবাসি তোকে'।
ও মন - তুই ভীষণ পাজি,
ও মন - কেন হোস না রাজি?
ও মন - তুই আমায় আজই দে বলে দে।
ও মন - কেন অন্য রকম?
ও মন - তোর চোখের ভাষা,
ও মন - হয়ে ভালোবাসা
দে বলে দে।
][ সমাপ্ত ][