Chup Kotha Lyrics (চুপ কথা) - Imran Mahmudul | Jodi Ekdin (2019)

Chup kotha by imran mahmudul lyrics
Chup Kotha Lyrics From Jodi Ekdin (2019) : "Chup Kotha" is a romantic Bengali song Sung By Imran Mahmudul & Anishaa.Tuned & Composed by Imran Mahmudul with lyrics by Jony Haque."Chup Kotha" is a song from the Bangladeshi movie Jodi Ekdin, Written and Directed By by M M Kamal Raj, Picturised on Tahsan Khan, Srabonti, it was released by RTV Music.


SONG CREDITS
■ Song: Chup Kotha
■ Singer: Imran Mahmudul and Anishaa
■ Lyric : Jony Haque
■ Music: Imran Mahmudul
■ Label: Rtv Music
■ Release Date : Mar 7, 2019


CHUP KOTHA FULL MUSIC VIDEO



CHUP KOTHA LYRICS IN BANGLA

যদি একদিন দুজনে
ভেসে ভেসে যাই উজানে,
পাখি হয়ে যাই কুজনে,
তুমি আমি আর মন জানে।

যদি চাও হাতে নদী নাও,
মনেরা যে সব পাতালে
যদি চাও খুব কাছে নাও,
হোক আড়ালে অকালে।

চুপকথা সব,
বৃষ্টি হয়ে ছুঁয়ে যাক না।
রূপকথা সব
তোমাতে ছুঁয়ে থাক না,
নীরবতা সব
আজ আদরে হারাক না।

তোমার আঙুলে খোলা চুলে,
রোজ হারাই নিজেকে বিলাই,
তোমাকে চাই আর কিছু মানি না।

তোমায় পেয়ে তোমাকে চেয়ে,
সময় কাটাই নিজেকে হারাই,
তোমায় ছাড়া আর কিছু জানি না।

ভালোবাসা ভালো থাকে,
যদি আদর এঁকে দাও,
এ হৃদয়ে আলো থাকে,
যদি আপন করে নাও।
][ সমাপ্ত ][



Blogger দ্বারা পরিচালিত.