JOTO CHAO BADHITE LYRICS (যত চাও বাঁধিতে) - ISHAN MITRA | OST - "Ditio Koishor"
JOTO CHAO BADHITE LYRICS BY ISHAN FROM DITIO KOISHOR - Joto Chao Badhite is a romantic sad song sung by Ishan Mitra with the lyrics by Asif Iqbal.The tune is composed by Amit-Ishan & Music arranged By Music Arrangement, under the banner of Gaanchill Music.The official music video of this song is featured by Tahsan Khan, Afran Nisho and Apurba & Directed By Shihab Shaheen.
SONG CREDITS:
■ Song: Joto Chao Badhite
■ Singer: Ishan
■ Lyric : Asif Iqbal
■ Music: Amit-Ishan
■ Label: Gaanchill Music
■ Release Date :Feb 13, 2019
SONG CREDITS:
■ Song: Joto Chao Badhite
■ Singer: Ishan
■ Lyric : Asif Iqbal
■ Music: Amit-Ishan
■ Label: Gaanchill Music
■ Release Date :Feb 13, 2019
JOTO CHAO BADHITE FULL SONG
JOTO CHAO BADHITE LYRICS
যত চাও বাঁধিতে,
বাঁধা যে পরে না।
সময়ের আয়না,
ছাড়ে না ছাড়ে না।
যত চাও বাঁধিতে, বাঁধা যে পরে না,
সময়ের আয়না, ছাড়ে না ছাড়ে না।
কেন বোঝেনা, কেউ চলে যায়,
তবু যায় না, যায় না।
কেউ থেকে যায় তবুও থাকে না,
কেউ চলে যায় কেনো বোঝে না।
কেউ থেকে যায় তবুও থাকে না,
কেউ চলে যায় কেনো বোঝে না।
বাঁধন ছিঁড়ে যায়,
মায়া তবু থাকে পড়ে।
আলো নিয়ে চলে যায়,
আমায় পাথর করে। - [ ২ বার ]
মন মানে না মানে না,
কিছুতেই মানে না।
কেউ চলে যায়,
তবু যায় না, যায় না।
কেউ থেকে যায় তবুও থাকে না,
কেউ চলে যায় কেনো বোঝে না।
কেউ থেকে যায় তবুও থাকে না,
কেউ চলে যায় কেনো বোঝে না।
কি আছে ভালোবাসায়,
আমি বোবা পড়ে থাকি।
কি ভেবে চুপিসারে,
সে যে দিয়েছে ফাঁকি। - [ ২ বার ]
মন বোঝে না বোঝে না,
কিছুতেই বোঝে না।
কেউ চলে যায়,
তবু যায় না, যায় না।
কেউ চলে যায় তবুও যায় না,
কেউ থেকে যায় তবুও থাকে না।
কেউ চলে যায় তবুও যায় না,
কেউ থেকে যায় তবুও থাকে না।
][ সমাপ্ত ][
বাংলা নতুন সব গানের নির্ভুল লিরিক্স পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।
বাঁধা যে পরে না।
সময়ের আয়না,
ছাড়ে না ছাড়ে না।
যত চাও বাঁধিতে, বাঁধা যে পরে না,
সময়ের আয়না, ছাড়ে না ছাড়ে না।
কেন বোঝেনা, কেউ চলে যায়,
তবু যায় না, যায় না।
কেউ থেকে যায় তবুও থাকে না,
কেউ চলে যায় কেনো বোঝে না।
কেউ থেকে যায় তবুও থাকে না,
কেউ চলে যায় কেনো বোঝে না।
বাঁধন ছিঁড়ে যায়,
মায়া তবু থাকে পড়ে।
আলো নিয়ে চলে যায়,
আমায় পাথর করে। - [ ২ বার ]
মন মানে না মানে না,
কিছুতেই মানে না।
কেউ চলে যায়,
তবু যায় না, যায় না।
কেউ থেকে যায় তবুও থাকে না,
কেউ চলে যায় কেনো বোঝে না।
কেউ থেকে যায় তবুও থাকে না,
কেউ চলে যায় কেনো বোঝে না।
কি আছে ভালোবাসায়,
আমি বোবা পড়ে থাকি।
কি ভেবে চুপিসারে,
সে যে দিয়েছে ফাঁকি। - [ ২ বার ]
মন বোঝে না বোঝে না,
কিছুতেই বোঝে না।
কেউ চলে যায়,
তবু যায় না, যায় না।
কেউ চলে যায় তবুও যায় না,
কেউ থেকে যায় তবুও থাকে না।
কেউ চলে যায় তবুও যায় না,
কেউ থেকে যায় তবুও থাকে না।
][ সমাপ্ত ][
ইশান মিত্রের গাওয়া আরও কিছু গানঃ
বাংলা নতুন সব গানের নির্ভুল লিরিক্স পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।