ALINGONE (আলিঙ্গনে) LYRICS - HABIB WAHID | BENGALI SONG
ALINGONE LYRICS BY HABIB WAHID - Alingone is a romantic song sung by Habib Wahid with the lyrics by Ratim Mir.The tune & Music is composed by Habib Wahid. & Mixed & Mastered By Habib wahid, under the banner of HW Productions.The official music video is featured by Habib Wahid, Muna Gauchan, And Directed By Aron Ashokkumar (Sica).
SONG CREDITS:
■ Song: Alingone
■ Singer: Habib Wahid
■ Lyric : Ratim Mir
■ Music: Habib Wahid
■ Label: HW Productions
■ Release Date : Feb 13, 2019
SONG CREDITS:
■ Song: Alingone
■ Singer: Habib Wahid
■ Lyric : Ratim Mir
■ Music: Habib Wahid
■ Label: HW Productions
■ Release Date : Feb 13, 2019
ALINGONE BY HABIB WAHID MUSIC VIDEO
ALINGONE LYRICS BY HABIB WAHID
নীল জোছনায় যাই মিশে যাই,
তোমার কপল ছোঁবো বলে।
দখিন হাওয়ায় যাই ভেসে যাই,
তোমার চুলে উড়বো বলে। - [ ২ বার ]
বৃষ্টি হয়ে নামি,
তোমার উঠনে আমি,
তোমার সাথে ভিজবো বলে।
তোমার আলিঙ্গনে,
মিশে যেতে আমি,
কারুকাজ হই তোমার আচলে।
যখন ঢেকে যায় আকাশের নীল,
সন্ধ্যাতাঁরা হয়ে দেই দেখা।
তোমায় ঘিরে আমার স্বপ্ন মিছিল,
কি করে ভাবো তুমি একা?
যে চোখে আমায় তুমি
করেছো পাগল,
প্রেম মেখে যাই তার কাজলে।
বৃষ্টি হয়ে নামি,
তোমার উঠনে আমি,
তোমার সাথে ভিজবো বলে।
তোমার আলিঙ্গনে,
মিশে যেতে আমি
কারুকাজ হই তোমার আচলে।
ঘোর লাগা কোন এক প্রহরে,
মনে গেঁথে গেছে তোমার মায়া।
খরতাপে পোড়া এ শহরে,
পাশে আছি হয়ে শীতল ছায়া।
হাসিতে জ্বেলেছো বুকে
প্রেমেরই অনল,
পুড়ে যাই সুখে সেই অনলে।
বৃষ্টি হয়ে নামি
তোমার উঠনে আমি,
তোমার সাথে ভিজবো বলে।
তোমার আলিঙ্গনে,
মিশে যেতে আমি
কারুকাজ হই তোমার আচলে। - [ ২ বার ]
][ সমাপ্ত ][
তোমার কপল ছোঁবো বলে।
দখিন হাওয়ায় যাই ভেসে যাই,
তোমার চুলে উড়বো বলে। - [ ২ বার ]
বৃষ্টি হয়ে নামি,
তোমার উঠনে আমি,
তোমার সাথে ভিজবো বলে।
তোমার আলিঙ্গনে,
মিশে যেতে আমি,
কারুকাজ হই তোমার আচলে।
যখন ঢেকে যায় আকাশের নীল,
সন্ধ্যাতাঁরা হয়ে দেই দেখা।
তোমায় ঘিরে আমার স্বপ্ন মিছিল,
কি করে ভাবো তুমি একা?
যে চোখে আমায় তুমি
করেছো পাগল,
প্রেম মেখে যাই তার কাজলে।
বৃষ্টি হয়ে নামি,
তোমার উঠনে আমি,
তোমার সাথে ভিজবো বলে।
তোমার আলিঙ্গনে,
মিশে যেতে আমি
কারুকাজ হই তোমার আচলে।
ঘোর লাগা কোন এক প্রহরে,
মনে গেঁথে গেছে তোমার মায়া।
খরতাপে পোড়া এ শহরে,
পাশে আছি হয়ে শীতল ছায়া।
হাসিতে জ্বেলেছো বুকে
প্রেমেরই অনল,
পুড়ে যাই সুখে সেই অনলে।
বৃষ্টি হয়ে নামি
তোমার উঠনে আমি,
তোমার সাথে ভিজবো বলে।
তোমার আলিঙ্গনে,
মিশে যেতে আমি
কারুকাজ হই তোমার আচলে। - [ ২ বার ]
][ সমাপ্ত ][
হাবিব ওয়াহিদের আরও কিছু মন মাতানো গানঃ