ICCHERA (ইচ্ছেরা) LYRICS - AHAA RE (2019) | Rituparna - Arifin Shuvoo - Ishan Mitra
ICCHERA LYRICS BY ISHAN MITRA FROM AHAA RE - Icchera is a romantic song sung by Ishan Mitra with the lyrics by Subhadeep Kantal.The tune & Music is composed by Souvik Gupta (Savvy). & Mixed & Mastered By Subhadeep Mitra, under the banner of Zee Music Company.Icchera is a song from the Indian movie Ahaa Re, Featured by Rituparna Sengupta, Arifin Shuvoo & Amrita Chattopadhyay, and Directed By Ranjan Ghosh.
SONG CREDITS:
■ Song: Icchera
■ Singer: Ishan Mitra
■ Lyric : Subhadeep Kantal
■ Music: Souvik Gupta (Savvy)
■ Label: Zee Music Company
■ Release Date : Feb 13, 2019
SONG CREDITS:
■ Song: Icchera
■ Singer: Ishan Mitra
■ Lyric : Subhadeep Kantal
■ Music: Souvik Gupta (Savvy)
■ Label: Zee Music Company
■ Release Date : Feb 13, 2019
ICCHERA FROM AHAA RE OFFICIAL MUSIC VIDEO
ICCHERA SONG LYRICS BY ISHAN MITRA
ইচ্ছে আমার তোমায় খোঁজার,
তাঁরাদের পথ ধরে।
তোমার ঠিকানা আজও অজানা,
জানি না কত দূরে।
আর নতুন শহরের বাহানাও জানে,
তুমিহীনা হে আমার।
আমার ঘুমহীন রাতেরা হয়তো মানে,
অভিমানের অধিকার।
ইচ্ছেরা তোমায় নিয়ে যে যাবে,
কান্নাহীন ঐ দেশে।
ও.. মন তোর ইশারায়,
আয় বাঁধি জীবনের তরী।
ও.. মন আজ বুঝে নে,
এই গল্পতে আমি তুই।
শিখেছি, শিখেছি
মেনেছি তোমাকেই,
হৃদয়ের ভাষাতে
শুনেছি তোমাকেই।
তবু যেন মনে হয়
ঐ কাজল চাওয়ায়,
হাতের রেখা যে হাসে।
ইচ্ছে আমার বৃষ্টি ভেজার,
তোমার শ্রাবনে।
হাসি আমার সাথে তোমার
রেখো খেয়ালে।
আর ভাবনারা আমার গানে তোমার,
নতুন কোনো সুর শোনে।
আজ খুশিরা আমার সাথে তোমার,
আনমনে স্বপ্ন বুনে।
ইচ্ছেরা তোরা ভালো যে থাকিস,
ভালোবাসাতে।
ও.. মন তোর ইশারায়,
আয় আঁকি এক নতুন ছবি,
ও.. মন আজ বুঝে নে,
তোরই জীবনে রঙে আমি।
ও.. মন তোর ইশারায়,
আয় বাঁধি জীবনের তরী।
ও.. মন আজ বুঝে নে
এই গল্পতে আমি তুই।
][ সমাপ্ত ][
তাঁরাদের পথ ধরে।
তোমার ঠিকানা আজও অজানা,
জানি না কত দূরে।
আর নতুন শহরের বাহানাও জানে,
তুমিহীনা হে আমার।
আমার ঘুমহীন রাতেরা হয়তো মানে,
অভিমানের অধিকার।
ইচ্ছেরা তোমায় নিয়ে যে যাবে,
কান্নাহীন ঐ দেশে।
ও.. মন তোর ইশারায়,
আয় বাঁধি জীবনের তরী।
ও.. মন আজ বুঝে নে,
এই গল্পতে আমি তুই।
শিখেছি, শিখেছি
মেনেছি তোমাকেই,
হৃদয়ের ভাষাতে
শুনেছি তোমাকেই।
তবু যেন মনে হয়
ঐ কাজল চাওয়ায়,
হাতের রেখা যে হাসে।
ইচ্ছে আমার বৃষ্টি ভেজার,
তোমার শ্রাবনে।
হাসি আমার সাথে তোমার
রেখো খেয়ালে।
আর ভাবনারা আমার গানে তোমার,
নতুন কোনো সুর শোনে।
আজ খুশিরা আমার সাথে তোমার,
আনমনে স্বপ্ন বুনে।
ইচ্ছেরা তোরা ভালো যে থাকিস,
ভালোবাসাতে।
ও.. মন তোর ইশারায়,
আয় আঁকি এক নতুন ছবি,
ও.. মন আজ বুঝে নে,
তোরই জীবনে রঙে আমি।
ও.. মন তোর ইশারায়,
আয় বাঁধি জীবনের তরী।
ও.. মন আজ বুঝে নে
এই গল্পতে আমি তুই।
][ সমাপ্ত ][