Ami (আমি) Lyrics - Nemesis

Ami lyrics,Ami by nemesis lyrics,Ami lyrics by nemesis,Ami by nemesis bangla lyrics,ami by nemesis full song
AMI BY NEMESIS LYRICS - " AMI " is a Bengali Song sung by the Bangladeshi Rock band Nemesis with also the lyrics by the band.This song is recorded at Acoustic Artz & Hypertune Studios.Mixed & Mastered by Rakat Zami and Sultan Rafsan Khan.This song was released on 23 February 2019 through the Official YouTube channel of Nemesis.

SONG CREDITS:
■ Song: Ami
■ Singer: Nemesis
■ Lyric : Nemesis
■ Music: Nemesis
■ Label: Nemesis
■ Release Date : Feb 23, 2019


AMI BY NEMESIS FULL SONG



AMI LYRICS BY NEMESIS

তোমার হাসি কেড়ে নেবো,
আমার কান্না শোনে না,
দুঃখ সব ভুলে যাবো,
এটাই তোমার ধারণা।

সময় হয়েছে প্রতিবাদের,
সময় হয়েছে জনতার।
সময় হয়েছে পথে নেমে,
চেয়ে নেবো অধিকার।

অভিমান, পিছুটান নিয়ে,
আমি অপেক্ষায়,
অসহায় আছি আমি,
নতুন দিন দেখবো আমি,
নতুন দিন দেখবো আমি।

আমায় ধরে রেখেছো,
সত্য আজ হারিয়ে,
যা চেয়েছো পেয়েছো,
বিভ্রান্তের খেলা দেখিয়ে।

অজ্ঞতা আর অহংকার,
মিলে মিশে একাকার।

ফিরে আসে অভিমান,
পিছুটান নিয়ে,
আমি অপেক্ষায়।

অসহায় আছি আমি,
নতুন দিন দেখবো আমি,
নতুন দিন দেখবো আমি।

দিনগুলো, আঁধারে কালো,
তবুও রাঙিয়ে দিবো।

অভিমান,পিছুটান নিয়ে,
আমি অপেক্ষায়,
অসহায় আছি আমি।

আর নয় নেই ভয়,
আর নয় নেই ভয়।
নতুন দিন দেখবো আমি

আর নয় নেই ভয়,
আর নয় নেই ভয়।
নতুন দিন দেখবো আমি

আর নয় নেই ভয়,
আর নয় নেই ভয়।
অপেক্ষায়,
স্বপ্নময় আছি আমি
নতুন দিন দেখবো আমি।
][ সমাপ্ত ][


Blogger দ্বারা পরিচালিত.