MERI JAAN SONG LYRICS - ANUPAM ROY | BACCHA SHOSHUR (2019)
MERI JAAN LYRICS FROM BACCHA SHOSHUR - Meri Jaan is a Romantic Bengali song from the soundtrack to the 2019 Indian film BACCHA SHOSHUR.Tuned & Composed by MAHARSHI DUTTA with also the lyrics by MAHARSHI DUTTA, the song is sung by ANUPAM ROY.The music video features actors Jeet, Koushani and directed by Pavel.
SONG CREDITS :
■ Song: Meri Jaan
■ Singer: Anupam Roy
■ Lyric : Maharshi Dutta
■ Music: Haharshi Dutta
■ Label: Grassroot Entertainment
■ Release Date : Jan 25, 2019
SONG CREDITS :
■ Song: Meri Jaan
■ Singer: Anupam Roy
■ Lyric : Maharshi Dutta
■ Music: Haharshi Dutta
■ Label: Grassroot Entertainment
■ Release Date : Jan 25, 2019
MERI JAAN FULL SONG BY ANUPAM ROY
MERI JAAN SONG LYRICS
মেরি জান মেরি চেন,
আমি সদ্য হ্যালোজেন,
যে বোঝে বোঝে যায় বলে পাগল।
একটু উড়তে উড়তে চাই,
একটু গুছিয়ে দাঁড়াই,
বসি হেলেদুলে চলে যায় পাগল।
ও মেরি জান মেরি চেন,
আমি দুস্টু এরোপ্লেইন,
উড়ছি অবেলায় বলে পাগল।
একটু উড়তে উড়তে চাই,
হেলেদুলে চলে যায় পাগল,
যেন ভূতের রাজা দিলো,
একশো বছর দিলো বাঁচার।
কিছু মিথ্যে মিথ্যে রোজ,
দিলো অচেনা শরৎ,
দিলো অঢেল সময় দিলো আবার,
ও মেরি জান।
শোনো আলেয়া শহর তুমি
চলে যাবে ভোর,
যদি হাত পেতে রাখি তবু যাবে।
কত পাখিদের ভোর জাগে
আমার বাসর বাঁধি
খড়কুটো ভালোবাসা যাবে। - [ ২ বার ]
মেরি জান মেরি চেন,
আমি ছোট্ট হেরিকেন,
জ্বালি সাঁঝের বেলায় বলে পাগল।
সখী যাতনা বাজায় বাঁশি
স্রোতের তলায় ভাসি,
জলের পরীরা বলে পাগল। - [ ২ বার ]
কত ফাগুন বিকেল দিলো,
চেনা সাইকেল দিলো,
ধুলোয় রাস্তা কেটে যাবার।
কত মুঠো মুঠো রোদ দিলো,
বৃষ্টি বসত দিলো,
পরশ পাথর ছুঁয়ে যাওয়া।
ও মেরি জান।
][ সমাপ্ত ][
আমি সদ্য হ্যালোজেন,
যে বোঝে বোঝে যায় বলে পাগল।
একটু উড়তে উড়তে চাই,
একটু গুছিয়ে দাঁড়াই,
বসি হেলেদুলে চলে যায় পাগল।
ও মেরি জান মেরি চেন,
আমি দুস্টু এরোপ্লেইন,
উড়ছি অবেলায় বলে পাগল।
একটু উড়তে উড়তে চাই,
হেলেদুলে চলে যায় পাগল,
যেন ভূতের রাজা দিলো,
একশো বছর দিলো বাঁচার।
কিছু মিথ্যে মিথ্যে রোজ,
দিলো অচেনা শরৎ,
দিলো অঢেল সময় দিলো আবার,
ও মেরি জান।
শোনো আলেয়া শহর তুমি
চলে যাবে ভোর,
যদি হাত পেতে রাখি তবু যাবে।
কত পাখিদের ভোর জাগে
আমার বাসর বাঁধি
খড়কুটো ভালোবাসা যাবে। - [ ২ বার ]
মেরি জান মেরি চেন,
আমি ছোট্ট হেরিকেন,
জ্বালি সাঁঝের বেলায় বলে পাগল।
সখী যাতনা বাজায় বাঁশি
স্রোতের তলায় ভাসি,
জলের পরীরা বলে পাগল। - [ ২ বার ]
কত ফাগুন বিকেল দিলো,
চেনা সাইকেল দিলো,
ধুলোয় রাস্তা কেটে যাবার।
কত মুঠো মুঠো রোদ দিলো,
বৃষ্টি বসত দিলো,
পরশ পাথর ছুঁয়ে যাওয়া।
ও মেরি জান।
][ সমাপ্ত ][
বাচ্চা শ্বশুর (২০১৯ সালের চলচ্চিত্র) -
বাচ্চা শ্বশুর ২০১৯ সালের মুক্তিপ্রতিক্ষিত ভারতীয় বাংলা চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন রসগোল্লা খ্যাত নির্মাতা পাভেল এবং প্রযোজনা করেছে গ্রাসরুট এন্টারটেইনমেন্ট, জিতস ফিল্মওয়ার্কস এবং সুরিন্দর ফিল্মস। মনে করা হচ্ছে শাহরুখ খানের ‘জিরো’ ছবি থেকে অনুপ্রাণিত হয়েছে ‘বাচ্চা শ্বশুর’। ‘জিরো’তে বামনের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। এই ছবিতে বামনের চরিত্রে অভিনয় করবেন চিরঞ্জিত। জিৎ এর শ্বশুরের চরিত্রে রয়েছেন চিরঞ্জিত। এছাড়াও এ ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায়।