KACHER JANALA (কাঁচের জানালা) LYRICS - ARMAN ALIF | BENGALI SONG 2018

KACHER JANALA BY ARMAN ALIF MP3 SONG LYRICS IN BANGLA :

kacher-janala-lyrics,kacher-janala-arman-alif-lyrics,kacher-janala-mp3-song-download,kacher-janala-by-arman-alif-bangla-lyrics
কাঁচের জানালা (আরমান আলিফ) লিরিক্স
KACHER JANALA LYRICS BY ARMAN ALIF : Presenting ' Kacher Janala ' Bengali Song Lyrics.This song is sung By Arman Alif & also lyrics penned By himself.While the music was composed By Sahriar Rafat.This track was released on 25th October 2018, under the banner of G Series.






SONG CREDITS :

■ Song : Kacher Janala
■ Singer : Arman Alif
■ Lyrics : Arman Alif
■ Music : Arman Alif
■ Label : G Series
■ Release Date : Oct 25, 2018

KACHER JANALA OFFICIAL MUSIC VIDEO


KACHER JANALA LYRICS IN BANGLA 

" কোনো একটা সময়ে,
প্রিয় মানুষটাকে ডাকা হতো মেঘ নামে। "

সেই অনেক আগে,
একটা পুরোনো ঘরেতে,
দাগ কাটা কিছু তারিখ ছিলো দেখা হবে বলে,
কিভাবে কিভাবে সেই তারিখ গুলোতে
ধুলো পড়ে পড়ে পুরোনো হলো,
দেখা হয়নি রে।  - [ ২ বার ]

ঐ মেঘ নামের তারে আমি ছুঁয়ে দেখতে চাই,
মাঝখানে এক কাঁচের জানালা ছোঁয়া যায়না তাই।
আমি মন বেতারে তোমার নামে খবর জানতে চাই,
কত যে সময় এলো গেলো খবরের দেখা নাই।

কে জানি কে জানি,
কি ছিল তার মানে,
আমিহীন তার হাঁসি মুখের
কি ছিলো মানে।
এখন প্রেমিক পাড়ায় ঘুম
যত নষ্ট হওয়া ক্ষণ,
ঘুমের মতো ঘুমিয়ে গেলে
ভাঙবে তোমার ঘুম। - [ ২ বার ]

ঐ মেঘ নামের তারে আমি ছুঁয়ে দেখতে চাই,
মাঝখানে এক কাঁচের জানালা ছোঁয়া যায়না তাই।
আমি মন বেতারে তোমার নামে খবর জানতে চাই,
কত যে সময় এলো গেলো খবরের দেখা নাই।

ওই মেঘ নামের তারে আমি একটু ধরে দেখতে চাই,
মাঝখানে এক কাঁচের জানালা ধরা যায়না তাই।
আমি মন বেতারে তোমার নামে খবর জানতে চাই
কত যে সময় এলো গেলো খবরের দেখা নাই।

কাঁচের জানালা রে,
কাঁচের জানালা রে,
কাঁচের জানালা রে,
তারে ধরতে দেয় না রে। - [ ২ বার ]

কাঁচের জানালা রে,
কাঁচের জানালা রে,
কাঁচের জানালা রে,
তারে ছুঁতে দে না রে।
][ সমাপ্ত ][ 

Advertisement 

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.