TUI SUDHU AMAR (তুই শুধু আমার) LYRICS - SAMAYAN SARKAR | BENGALI SONG 2018
TUI SUDHU AMAR TITLE TRACK MP3 SONG LYRICS IN BANGLA :
![]() |
তুই শুধু আমার - লিরিক্স |
SONG CREDITS :
■ Track Name : Tui Sudhu Amar
■ Singer : Samayan Sarkar
■ Lyrics : Dolaan Mainnakk
■ Composition : Dolaan Mainnakk
■ Label : Eskay Movies
■ Release Date : Aug 15, 2018
TUI SUDHU AMAR TITLE TRACK OFFICIAL MUSIC VIDEO
TUI SUDHU AMAR LYRICS IN BANGLA
তোকে আগলে ধরে রাখছি,
জানি একটু বেশি ভাবছি,
আর ছুঁয়ে ছুঁয়ে দেখছি বারবার।
একি সত্যি নাকি স্বপ্ন,
তুই সেই নাকি অন্য,
তাই ভয়ে ভয়ে বলছি বারবার।
তুই শুধু আমার - তুই শুধু আমার।
মনের আদলে বসিয়ে,
রাখবো তোকে সাথে সাথে আজ।
দিন রাতকে এক করে,
তোকে নিয়ে সাজবো যত সাজ।
তোর গন্ধ মেখে থাকবো,
তোকে খুব আদরে ঢাকবো,
তোর সাতকাহন ভাসবো আজ আবার।
একি সত্যি নাকি স্বপ্ন,
তুই সেই নাকি অন্য,
তাই ভয়ে ভয়ে বলছি বারবার।
তুই শুধু আমার - তুই শুধু আমার।
মেঘের চাদরে জড়িয়ে
রাখবো তোকে বুকে ধরে আজ।
রোদ না ছুঁতে পারে তোকে,
আলতো হাতে নামিয়ে আনবো সাজ।
তোর গন্ধ মেখে থাকবো,
তোকে খুব আদরে ঢাকবো,
তোর সাতকাহন ভাসবো আজ আবার।
একি সত্যি নাকি স্বপ্ন,
তুই সেই নাকি অন্য,
তাই ভয়ে ভয়ে বলছি বারবার।
তুই শুধু আমার - তুই শুধু আমার,
তুই শুধু আমার - তুই শুধু আমার।
][ সমাপ্ত ][
জানি একটু বেশি ভাবছি,
আর ছুঁয়ে ছুঁয়ে দেখছি বারবার।
একি সত্যি নাকি স্বপ্ন,
তুই সেই নাকি অন্য,
তাই ভয়ে ভয়ে বলছি বারবার।
তুই শুধু আমার - তুই শুধু আমার।
মনের আদলে বসিয়ে,
রাখবো তোকে সাথে সাথে আজ।
দিন রাতকে এক করে,
তোকে নিয়ে সাজবো যত সাজ।
তোর গন্ধ মেখে থাকবো,
তোকে খুব আদরে ঢাকবো,
তোর সাতকাহন ভাসবো আজ আবার।
একি সত্যি নাকি স্বপ্ন,
তুই সেই নাকি অন্য,
তাই ভয়ে ভয়ে বলছি বারবার।
তুই শুধু আমার - তুই শুধু আমার।
মেঘের চাদরে জড়িয়ে
রাখবো তোকে বুকে ধরে আজ।
রোদ না ছুঁতে পারে তোকে,
আলতো হাতে নামিয়ে আনবো সাজ।
তোর গন্ধ মেখে থাকবো,
তোকে খুব আদরে ঢাকবো,
তোর সাতকাহন ভাসবো আজ আবার।
একি সত্যি নাকি স্বপ্ন,
তুই সেই নাকি অন্য,
তাই ভয়ে ভয়ে বলছি বারবার।
তুই শুধু আমার - তুই শুধু আমার,
তুই শুধু আমার - তুই শুধু আমার।
][ সমাপ্ত ][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box