PORAMON (পোড়ামন) LYRICS - TANJIB SAROWAR & SALMA | BENGALI SONG 2018
PORAMON BY TANJIB SAROWAR AND SALMA MP3 SONG LYRICS IN BANGLA :
![]() |
পোড়ামন (তানজিব সারোয়ার এবং সালমা) |
SONG CREDITS :
■ Track Name : Poramon
■ Singer : Tanjib Sarowar & Salma
■ Lyrics : Omor Faruk Bishal
■ Composition : Bibek Mojumder
■ Label : Dhruba Music Station
■ Release Date : Aug 16, 2018
PORAMON BY TANJIB SAROWAR OFFICIAL MUSIC VIDEO
PORAMON LYRICS IN BANGLA
কইরা হেলা চইলা গেলাখেইলা দারুন প্রেমো খেলা।
লাগেনা ভালো লাগে না,
পরানে পরান থাকে না।
উড়াল দিলাম,
কোন সুখের আসায়,
শত দুঃখেও তোমার নাম সুধাই।
পোড়ামন তোমায় ভাবিয়া,
চোখ বুইজাও থাকে জাগিয়া।
পোড়ামন তোমায় ভাবিয়া,
চোখ বুইজাও থাকে জাগিয়া।
মনের মাঝে একেমন আগুন,
নিভাতে গেলে বাড়ে দ্বিগুন।
বাইরেও জ্বলে আর ভেতরেও পোড়ে,
তুমিহীন নাই সুখ অন্তপুরে।
কিসের খোঁজে,
কেন্ হইলা নিখোঁজ,
পারিনা দিতে মনটারে বুঝ।
পোড়ামন তোমায় ভাবিয়া,
চোখ বুইজাও থাকে জাগিয়া।
পোড়ামন তোমায় ভাবিয়া,
চোখ বুইজাও থাকে জাগিয়া।
কইরা হেলা চইলা গেলা
খেইলা দারুন প্রেমো খেলা।
লাগেনা ভালো লাগে না,
পরানে পরান থাকে না।
উড়াল দিলাম,
কোন সুখের আসায়,
শত দুঃখেও তোমার নাম সুধাই।
পোড়ামন তোমায় ভাবিয়া,
চোখ বুইজাও থাকে জাগিয়া।
পোড়ামন তোমায় ভাবিয়া,
চোখ বুইজাও থাকে জাগিয়া।
পোড়ামন তোমায় ভাবিয়া,
চোখ বুইজা থাকে জাগিয়া।
][ সমাপ্ত ][
Advertisement
PORAMON BY TANJB SAROWAR LYRICS
Koira Hela Choila Gela,Kheila Darun Premo Khela..
Lagena Valo Lage na,
Porane Poran Thake na..
Uraal Dilam,
Kon Sukher Asay,
Shoto Dukheo Tomar Naam Sudhai...
Poramon Tomay Vabiya,
Chokh Buija Thake Jagiya..
Poramon Tomay Vabiya,
Chokh Buija Thake Jagiya..
Moner Majhe Ekemon Agun,
Nivate Gele Bare Digun..
Baireo Jole Ar Vetoreo Pore,
Tumihin Nai Sukh Ontopure...
Kiser Khoje,
Ken Hoila Nikhoj,
Parina Dite Montare Buj...
Poramon Tomay Vabiya,
Chokh Buija Thake Jagiya..
Poramon Tomay Vabiya,
Chokh Buija Thake Jagiya..
Koira Hela Choila Gela,
Kheila Darun Premo Khela..
Lagena Valo Lage na,
Porane Poran Thake na..
Uraal Dilam,
Kon Sukher Asay,
Shoto Dukheo Tomar Naam Sudhai...
Poramon Tomay Vabiya,
Chokh Buija Thake Jagiya..
Poramon Tomay Vabiya,
Chokh Buija Thake Jagiya..
Poramon Tomay Vabiya,
Chokh Buija Thake Jagiya..
][ THE END ][
এই গান সম্পর্কে কিছু তথ্য :
পোড়ামন শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিব সারোয়ার এবং সালমা। গানটির কথা লিখেছেন ওমর ফারুক বিশাল এবং সংগীত পরিচালনা করেছেন বিশাল মজুমদার। গানটি ১৬ই আগষ্ট ২০১৮ সালে মিউজিক স্টেশনের ব্যানারে অনলাইনে উন্মুক্ত করা হয়।
গানটি মুক্তির আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন তানজিব সারোয়ার। কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার সঙ্গে বর-কনের বেশে ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'সবাই আমাদের জন্য দোয়া করবেন’। ছবিটি বেশ কয়েকজন শেয়ার করে এবং ক্যাপসন হিসেবে অনেকেই লিখেছিলেন, ‘শুভ কামনা রইল’। ভক্তরা প্রশ্ন তুলছিলেন, নতুন অধ্যায়ে পা দিলেন এই দুই তারকা? ঘটনা মোটেই তা নয় তা বুঝা গেলো পোড়ামন শিরোনামের এই গানটির মিউজিক ভিডিও প্রকাশের মধ্যদিয়েই। ‘পোড়ামন’ শিরোনামের গানটি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে শুটিং করা হয়েছে।
প্রথমবার গায়িকা সালমার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে ঢাকাটাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তানজিব সারোয়ার বলেন, ‘সালমার মতো অসাধারণ একজন শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। কণ্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওটিতে আমরা মডেলও হয়েছি। সালমা খুব ভালো গান করেন জানতাম, কিন্তু এতো ভালো অভিনয়ও যে করেন জানা ছিল না। মিউজিক ভিডিওটিতে তার ভূমিকা অসাধারণ!’
পোড়ামন শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিব সারোয়ার এবং সালমা। গানটির কথা লিখেছেন ওমর ফারুক বিশাল এবং সংগীত পরিচালনা করেছেন বিশাল মজুমদার। গানটি ১৬ই আগষ্ট ২০১৮ সালে মিউজিক স্টেশনের ব্যানারে অনলাইনে উন্মুক্ত করা হয়।
গানটি মুক্তির আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন তানজিব সারোয়ার। কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার সঙ্গে বর-কনের বেশে ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'সবাই আমাদের জন্য দোয়া করবেন’। ছবিটি বেশ কয়েকজন শেয়ার করে এবং ক্যাপসন হিসেবে অনেকেই লিখেছিলেন, ‘শুভ কামনা রইল’। ভক্তরা প্রশ্ন তুলছিলেন, নতুন অধ্যায়ে পা দিলেন এই দুই তারকা? ঘটনা মোটেই তা নয় তা বুঝা গেলো পোড়ামন শিরোনামের এই গানটির মিউজিক ভিডিও প্রকাশের মধ্যদিয়েই। ‘পোড়ামন’ শিরোনামের গানটি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে শুটিং করা হয়েছে।
প্রথমবার গায়িকা সালমার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে ঢাকাটাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তানজিব সারোয়ার বলেন, ‘সালমার মতো অসাধারণ একজন শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। কণ্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওটিতে আমরা মডেলও হয়েছি। সালমা খুব ভালো গান করেন জানতাম, কিন্তু এতো ভালো অভিনয়ও যে করেন জানা ছিল না। মিউজিক ভিডিওটিতে তার ভূমিকা অসাধারণ!’
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box