Obhiman Amar ( অভিমান আমার ) Bangla Lyrics - Tahsan | Bengali Song ( 2017 )


OBHIMAN AMAR BY TAHSAN FULL MP3 SONG LYRICS IN BANGLA : 

obhiman-amar-by-tahsan-lyrics
অভিমান আমার ( তাহসান ) লিরিক্স 

OBHIMAN AMAR LYRICS BY TAHSAN : Presenting '' Oviman Amar '' Bengali Song Lyrics in Bangla.This song is sung By Tahsan Khan & Lyrics planned By Tahsan Khan.This is the title track of the Album OBHIMAN AMAR.







SONG CREDITS :
  • Song Name : Obhiman Amar
  • Singer : Tahsan Khan
  • Lyrics : Tahsan Khan
  • Music : Tahsan Khan
  • Album : Obhiman Amar
  • Release Date : Nov 2, 2017

OBHIMAN AMAR BY TAHSAN OFFICIAL MUSIC VIDEO 


OBHIMAN AMAR LYRICS IN BANGLA


অভিমানী দুচোখ ,
কতদিন তোমায় দেখে না ,
অস্থির আবরনে পুড়ে যায় ,তবু একা ।

অভিমানী এ মন ,
তোমার স্মৃতিতে আজো কাতর ,
ব্যস্ত আমি  ভুলে যাচ্ছি দেখো তোমায় ।


অভিমান আমার ,
কখনো অন্ধকার ঘরে একা ,
অশ্রুসজল এ চোখে  যে প্রেম ,
তা তোমার কখনো হবে না ।


অভিমান আমার,
কখনো বালিশে চাপা এ দীর্ঘ রাত ,
ধুম্রজালে এ ঠোট ,
এ ঠোট আর তোমার হবে না ।



ভয় পেয়ও না, ফিরে তাকাবো না ,
কখনো আর ডাকবো না ।


অভিমান আমার ,
কখনো অন্ধকার ঘরে একা ,
অশ্রুসজল এ চোখে  যে প্রেম ,
তা তোমার কখনো হবে না ।

অভিমান আমার,
কখনো বালিশে চাপা এ দীর্ঘ রাত ,
ধুম্রজালে এ ঠোট ,
এ ঠোট আর তোমার হবে না ।

বর্ষপঞ্জিকার ছেড়া পাতায়,
দাগ কাটা দিন গুলোতে ,
একটু খানি সময় শুধু বাঁধা ,
এতোটুকুই দেবো তোমায় ,
এর বেশি একটু নয় ,
নিয়ম করেই এতোটুকুই তুমি আমার ।

অভিমান আমার ,
কখনো অন্ধকার ঘরে একা ,
অশ্রুসজল এ চোখে  যে প্রেম ,
তা তোমার কখনো হবে না ।

অভিমান আমার,
কখনো বালিশে চাপা এ দীর্ঘ রাত ,
ধুম্রজালে এ ঠোট ,
এ ঠোট আর তোমার হবে না ।

লাল শাড়িটা তুমি আমার জন্যে পড়লে না,
আমার নামের পদবীটা নিলে না ।


অভিমান আমার ,
কখনো অন্ধকার ঘরে একা ,
অশ্রুসজল এ চোখে  যে প্রেম ,
তা তোমার কখনো হবে না ।

অভিমান আমার,
কখনো বালিশে চাপা এ দীর্ঘ রাত ,
ধুম্রজালে এ ঠোট ,
এ ঠোট আর তোমার হবে না ।


][ সমাপ্ত ][
Advertisement 



OBHIMAN AMAR LYRICS 

 Obhimani du-chokh
Kotodin tomay dekhe na
Oshthir aborone pure jay tobu eka
Obhimani e mon
Tomar smriti-te aajo kator
Beshto ami bhule jacchi dekho tomay

Obhiman Amar
Kokhono ondhokar ghore eka
Oshru-sojol e chokhe je prem taa tomar
Kokhono hobe na
Oviman Amar
Kokhono balishe chapa e dirgho raat
Dhumro jaaler e thot
E thot aar tomar hobe na
Bhoy peo naa.. 
Fire takabo na..
Kokhono aar daakbo naa… 

Oviman Amar
Kokhono andhokar ghore eka
Ashru-sojol e chokhe je prem taa tomar
Kokhono hobe na
Obhiman Amar
Kokhono balishe chapa e dirgho raat
Dhumro jaaler e thot
E thot aar tomar hobe na

Borsho ponjikaar chera pata
Daag kata din gulo te
Ektu khani shomoy sudhu badha..
Eto-tukui debo tomay
Er beshi ektu noy
Niyom kore eto tukui tumi amar

Obhimaan Amar
Kokhono ondhokar ghore eka
Ashru-sojol e chokhe je prem taa tomar
Kokhono hobe na
Obhimaan Amar
Kokhono balishe chapa e dirgho raat
Dhumro jaaler e thot
E thot aar tomar hobe na

Laal shari-ta tumi amar jonney poro na
Amar naamer podobi-ta nile naa..
Abhimaan Amar
Kokhono ondhokar ghore eka
Asru-sojol e chokhe je prem taa tomar
Kokhono hobe na
Abhiman Amaar
Kokhono balise chapa e dirgho raat
Dhumro jaler e thot
E thot ar tomar..

][ THE END ][



" অভিমান আমার " সম্পর্কে কিছু তথ্য : 


" অভিমান আমার " তাহসানের সপ্তম একক অ্যালবাম। অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন তাহসান। একটি গান যৌথভাবে লিখেছেন ফাজবীর তাজ তন্ময়। তিনটি গানের সুর ও সংগীত করেছেন তাহসান। দুটি গানের সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার এবং বাকি দুটি গানের সুর ও সংগীত করেছেন নাহিদ নোমান অরূপ। সিডি চয়েস ও জিপি মিউজিকের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে তাহসানের এই সপ্তম একক অ্যালবামটি।

Blogger দ্বারা পরিচালিত.