Ekla Ekla ( একলা একলা ) Bangla Lyrics - Chhaya O Chhobi | Shreya Ghoshal,Koel Mollik

EKLA EKLA ( Chhaya O Chhobi ) MP3 SONG LYRICS IN BANGLA : 

ekla-ekla-lyrics-bangla-shreya-ghoshal
একলা একলা ( ছায়া ও ছবি ) লিরিক্স 

EKLA EKLA LYRICS From Chhaya O Chhobi : Presenting ''  Ekla Ekla '' Bengali Song Lyrics In Bangla.This song is sung By Shreya Ghoshal and Lyrics planned By Kaushik Ganguly.This track is from The Movie Chhaya O Chhobi.

এই গানের অডিওঃ 




SONG CREDITS : 

Song: Ekla Ekla
Singer : Shreya Ghoshal
Lyrics : Kaushik Ganguly
Composition: Indraadip Das Gupta
Movie : Chhaya O Chhobi 
Year : 2017

][EKLA EKLA BENGALI FULL SONG LYRICS IN BANGLA ][ 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

একলা আজ ভালই আছি সরে সরে,
একলা গাছ, একলা এই প্রান্তরে।

রাগতো আমার নেই
আমার ভিড়কে বড় ভয়,
অন্ধকারের গা ঘেঁষে তাই
বসতে ইচ্ছে হয়।

জোনাকিদের দেশে, আমার মনটা কেমন করে
তুমি ভাবছো, সবটাই রাগ করে।
রাগ করে…
একলা। একলা।। একলা…



পায়ের নখের মাটি
জানে সে গল্প,
কতটা দূরে মন যেতে পেরেছে,
শরীর কত অল্প। [২ বার]

আগুন নিজে পুড়ে, নাকি পুড়িয়ে দেওয়ার ঠিকে?
তোমায় ভোলা সহজ হবে পালালে কোন দিকে?
ভাবনারা সব মেঘ হয়ে যায় ছু – মন্তরে,
মন্তরে…
একলা। একলা।। একলা…
একলা। একলা।। একলা…





][ সমাপ্ত ][


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


::::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 

আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের  ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে । 







::::::::::::          ::::::::::::::::::       ::::::::::::::::: 
এই  গানটির অডিও ডাউনলোড করতে নিচে ক্লিক করুন  

গানটির নামঃ একলা একলা
শিল্পীঃ শ্রেয়া ঘোষাল
অডিও ফাইলটির সাইজ : ০১ . ৫৪   [ মেগাবাইট ]  
                      ব্যাপ্তিকাল : ০২ : ৫৯   মিনিট  [ সম্পূর্ণ ]


::::::::::::          ::::::::::::::::::       ::::::::::::::::: 
:: :: :: DOWNLOAD WARNING    :: :: ::
এই গানটি শুধু মাত্র প্রচারণার এর জন্য দেয়া হয়েছে। এই শিল্পীকে এবং বাংলা গানের পাশে থাকতে দয়া করে এই গানটি সংস্লিষ্ট ওয়েব সাইট থেকে ক্রয় করুন । ধন্যবাদ । 
Blogger দ্বারা পরিচালিত.