Ei Shohore Kaktao Jene Geche ( এই শহরের কাকটাও জেনে গেছে ) Bangla Lyrics - Chirkutt | Voyangkor Sundor ( 2017 )

Ei Shohore Kaktao Jene Geche Full Mp3 Song Lyrics in Bangla : 
ei-shohorer-kaktao-jene-geche-lyrics-chirkutt-band
এই শহরের কাকটাও জেনে গেছে ( চিরকুট ) লিরিক্স 
EI SHOHORER KAKTAO JENE GECHE LYRICS By Chirkutt From Voyangkor Sundor : Presenting '' Ei Shohorer Kaktao Jene Geche '' Bengali Song Lyrics in Bangla.This song is sung By Chirkutt Band and This is a track Of The Film Voyangkor Sundor ( 2017 )





SONG CREDITS : 

Band : Chirkutt
Album : Voyangkor Sundor
Lyric, Tune & Music : Chirkutt
Label : Agniveena

::::::::::::::::::::::::::::::


::::::::::::::::::::::::::::::



 [ EI SHOHORER KAKTAO JENE GECHE OFFICIAL MUSIC VIDEO ] 


][ EI SHOHORER KAKTAO JENE GECHE BENGALI SONG LYRICS ][

লাভ হল না থাকতে চেয়ে একা,
তোমার সাথে হয়ে গেল দেখা।
হাওয়ায় ভেসে যাচ্ছি তোমার মনে
কোমন করে এমন হল কে জানে?

এই শহরের কাকটাও জেনে গেছে
আমার মনটা তোমার মনে পড়ে আছে। (২ বার)


আমার ভয় টয় আর লাগছে না
কি হবে কি ভাবছি না।
অভিমানে ভাসবো না
তুমি না চাইলে আসবো না।

না চেয়ে কি পারি, তুমিতো ঘরবাড়ি,
তোমায় নিয়ে আমার বাহাদুরি।

এই শহরের কাকটাও জেনে গেছে
আমার মনটা তোমার মনে পড়ে আছে। (২ বার)


জানি বসন্ত এসে গেছে
জারুলেরা ছেয়ে গেছে,
মেঘ রোদ্দুর আসমানে
তোমার মনের মাঝখানে।

বলছি এবার শোন
এর মানে নেই কোন
তোমার চোখে হার মেনেছি জেনো।

এই শহরের কাকটাও জেনে গেছে
আমার মনটা তোমার মনে পড়ে আছে। (২ বার)

এই শহরের কাকটাও...
এই শহরের কাকটাও...
এই শহরের কাকটাও...
এই শহরের... (২বার)
এই শহরের কাকটাও জেনে গেছে

আমার মনটা তোমার মনে পড়ে আছে।



][সমাপ্ত][

বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।
Blogger দ্বারা পরিচালিত.