Abar Urte Shekhao ( আবার উড়তে শেখাও ) Lyrics - Minar Rahman | Bengali Song Lyrics
ABAR URTE SHEKHAO BY MINAR FULL MP3 SONG LYRICS IN BANGLA :
ABAR URTE SHEKHAO LYRICS BY MINAR RAHMAN : Presenting '' Abar Urte Shekhao '' Bengali Romantic Song Lyrics in Bangla.This Song is Sung By Minar Rahman and Lyrics planned By Himself.
SONG CREDITS :
Song : Abar Urte Shekhao
Singer : Minar
Lyricist : Minar Rahman
Tune : Minar Rahman
Composer : Rezwan Shekh
আবার উড়তে শেখাও ( মিনার রহমান ) লিরিক্স |
SONG CREDITS :
Song : Abar Urte Shekhao
Singer : Minar
Lyricist : Minar Rahman
Tune : Minar Rahman
Composer : Rezwan Shekh
][ ABAR URTE SHEKHAO BENGALI SONG LYRICS IN BANGLA ][
আমি ছিলাম আমারই মতো ,
ভেঙে সব খেয়াল ।
তুমি ছিলে তোমারই নিয়মে ,
গড়েছিলে দেয়াল ।
কোন এক পড়ন্ত বিকেলে
কিছু বলেছিলে ,
অভিমানী ঐ দুটো চোখে
কেন ডেকে ছিলে ।
এখন আমি , ঘুমিয়ে একা
কোথায় তুমি জানিনা ,
জানিনা ... ।
আবার উড়তে শেখাও , আমায় তুমি ,
উড়তে শেখাও , আমায় তুমি ।
আবার বাঁচতে শেখাও , আমায় তুমি ,
বাঁচতে শেখাও , আমায় তুমি ।
ভুলে ভরা ভাঙা এ হৃদয়ে
শুনেছি তোমারই ডাক ।
মনে পরে দেখেছি দুজনে ,
উড়ে চলা পাখির ঝাক ।
জানালার কাঁচ জুড়ে আছে শুধু
তোমারই আলো ,
একটি বার , শুধু আর একটি বার
বলো আছো ভালো।
এখন আমি , ঘুমিয়ে একা
কোথায় তুমি জানিনা ,
জানিনা ... ।
আবার উড়তে শেখাও , আমায় তুমি ,
উড়তে শেখাও , আমায় তুমি ।
আবার বাঁচতে শেখাও , আমায় তুমি ,
বাঁচতে শেখাও , আমায় তুমি । - [ ২ বার ]
][ সমাপ্ত ][
::::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US ::::::
এই গানের লিরিক্সটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে ।