Jabe Ki Chole ( যাবে কি চলে ) Lyrics - Topu And Anila | Yaatri ( Album )

JABE KI CHOLE BY TOPU & ANILA FULL MP3 SONG LYRICS IN BANGLA : 
Jabe-ki-chole-by-topu-and-anila-lyrics-in-bangla
যাবে কি চলে ( তপু এবং আনিলা ) লিরিক্স 
JABE KI CHOLE LYRICS By TOPU & ANILA : Presenting '' Jabe Ki Chole '' Bengali Romantic Song Lyrics in Bangla.This song is sung By Topu and Anila and Lyrics Planned By Topu and Music Produced By Sajid Sarkar.This is a track From the Album  Yaatri.




SONG CREDITS :

Song : Jabe Ki Chole (duet)
Singers : Topu & Anila
Music Producer : Sajid Sarker
Album : Yaatri
Lyric : Topu
Tune : Yaatri


][ JABE KI CHOLE FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][ 

মনে রেখেছি , ভেবোনা ভুলে গিয়েছি ,
স্মৃতি ধরে রেখেছি , খুব যতনে ।

তবু বুঝিনি , ভুলেও ভাবিনি ,
এখানে এখনি , দেখা আবার তোমার আমার ।

ভুলগুলো সব আমার , মেনে যদি বলি আবার ,
তবু তুমি , যাবে কি চলে ?

মুখ শান্ত মন হাহাকার , রাগ দুঃখ আজ একাকার ,
শুধু চাই , যেও না চলে ।

শেষ দেখাতে, তুমি যেখানে,
ছেড়ে গেছো আমাকে , আজও সেখানে।

ভালোবাসাতে তুমি যেভাবে , চেয়েছো আমাকে ,
রবো সেভাবে , যদি বলি...।

ভুলগুলো সব আমার , মেনে যদি বলি আবার ,
তবু তুমি , যাবে কি চলে ?

মুখ শান্ত মন হাহাকার , রাগ দুঃখ আজ একাকার ,
শুধু চাই , যেও না চলে ।

দুয়ারে দুয়ারে , খুঁজেছি তোমাকে ,
হারিয়ে বুঝেছি , কে তুমি ?

দেখা হলে পরে , যত কথা মনে ,
বলবো যেওনা এখনি ।

ভুলগুলো সব আমার , মেনে যদি বলি আবার ,
তবু তুমি , যাবে কি চলে ?

মুখ শান্ত মন হাহাকার , রাগ দুঃখ আজ একাকার ,
শুধু চাই , যেও না চলে ।

][ সমাপ্ত ][


::::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 



এই গানের লিরিক্সটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের  ফেসবুক পেজ এ লাইক করুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে । 


Blogger দ্বারা পরিচালিত.