Jadukor ( যাদুকর ) Bangla Lyrics - Pritom Hasan | Bengali Song Lyrics

JADUKOR BY PRITOM FULL MP3 SONG LYRICS IN BANGLA : 
jadukor-by-pritom-hasan-full-mp3-song-download
যাদুকর ( প্রীতম হাসান ) লিরিক্স 

JADUKOR LYRICS By PRITOM HASAN : Presenting '' Jadukor '' Bengali Song Lyrics in Bangla.This Song is sung By Pritom Hasan and Lyrics planned By Rakib Hasan Rahul and Also Tuned and Music By Himself.














SONG CREDITS :

Song: Jadukor
Artist : Pritom Hasan
Lyric : Rakib Hasan Rahul
Tune & Music : Pritom Hasan
Label : Gaanchill Music


[ JADUKOR BY PRITOM OFFICIAL MUSIC VIDEO ]

 

][ JADUKOR BENGALI SONG LYRICS IN BANGLA][


তুই ভুল করে একবার ভালোবেসে যা ,
মন নিয়ে আমি তো করি না খেলা,
এই বোকার শহরে আমি একা যাদুকর ,
এসেছি প্রেম ঝরাতে ।

মনে এক রাশি প্রেম , হাতে হারমোনিয়াম ,
দেবো না বাশি হাতে হামিলনের  এর   ছিনাম,
এই বোকার শহরে আমি একা যাদুকর ,
এসেছি প্রেম ঝরাতে ।

যদি আজকেই তুই না দিস দেখা ,
এই মনের পাড়াতে ,
তবে তুই ছাড়া তোর শহর
আমার হবে ।



তুই ভুল করে একবার ভালোবেসে যা ,
মন নিয়ে আমি তো করি না খেলা,
এই বোকার শহরে আমি একা যাদুকর ,
এসেছি প্রেম ঝরাতে ।


মনে এক রাশি প্রেম , হাতে হারমোনিয়াম ,
দেবো না বাশি হাতে হামিলনের  এর   ছিনাম,
এই বোকার শহরে আমি একা যাদুকর ,
এসেছি প্রেম ঝরাতে ।
ঝরাতে...।

ও... বুঝতেও পারবি না রে ,
বস করবো তুড়িতে ,
সব কটা পথ খোলা রবে
তবু পারবি না যেতে তুই,
পারবি না যেতে তুই ।

আঙুল নেড়ে সুর তুলে ,
জড়িয়ে ফেলি মায়াতে ,
 সব কটা পথ খুলে দেবো ,
তবু পারবে না যেতে কেউ  ,
পারবে না যেতে কেউ । 



যদি আজকেই তুই না দিস দেখা ,
এই মনের পাড়াতে ,
তবে তুই ছাড়া তোর শহর
আমার হবে ।
আমার হবে ।

তুই ভুল করে একবার ভালোবেসে যা ,
মন নিয়ে আমি তো করি না খেলা,
এই বোকার শহরে আমি একা যাদুকর ,
এসেছি প্রেম ঝরাতে ।
মনে এক রাশি প্রেম , হাতে হারমোনিয়াম ,
দেবো না বাশি হাতে হামিলনের  এর   ছিনাম,
এই বোকার শহরে আমি একা যাদুকর ,
এসেছি প্রেম ঝরাতে ।  - [ ২ বার ]

এই বোকার শহরে আমি একা যাদুকর ,
এসেছি প্রেম ঝরাতে ।
ঝরাতে ... ।

][ সমাপ্ত ][

বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।
Blogger দ্বারা পরিচালিত.