Mon Ora ( মন ওরা ) Lyrics - Raz Dee | Durbeen (Short Film)

MON ORA BY RAZ DEE BANGLA LYRICS : 
mon-ora-by-raz-dee-full-mp3-song-lyrics-download
মন ওরা ( দূরবীন ) লিরিক্স 
MON ORA LYRICS BY RAZ DEE From Durbeen : Presenting '' Mon Ora '' Bangla Song Lyrics in Bangla sung by Raz Dee.This is another track from the short film Durbeen








SONG CREDITS [ Mon Ora ] :

Singer - Raz Dee
Music - Raz Dee
Lyrics - Raz Dee and Abhishek Baggchi

][ MON ORA ( DURBEEN ) BANGLA SONG LYRICS IN BANGLA ][ 


তুই যদি মনে করিস
পেরে দিতে পারি তারা
বিনিময়ে প্রেম দিলে হতে পারি
সব হারা । 

আমি যে শুধু তোকে দিলাম
হৃদয়ের চাবিকাঠি
তোর ইশারাতে হাসি 
তোর প্রেমে দিশেহারা । 

আজকে ঘুমা তুই 
আরো একটু সময়
পাহারায় তোর কাছে পাবি 
তুই আমায় । 

তোর অনুমতি নিয়ে রোজ 
ভোর মুখ তোলে  
ভোর মুখ তোলে
তোর ইশারাতে মেঘ 
আগমনী গান শোনায় । 

তুই হলি আমার আকাশ 
আর আমি তোর মাটি
দাবদাহের অবশান
নামিস হয়ে বৃষ্টি । 

ঝুকে আমার ঠোঁট যখন 
তোর কপালে রাখি
সব ভুলে নিজেকে 
শুধু  তোরেই খুঁজি  

মন ওরা  ... - [ বার ] 

মন ওরা ...মন ওরা ...মন ওরা 

তুই যদি শেষ বেলায় 
দেখা দিস পরে গড়দের শাড়ি 
বাসা ফেরত যত পাখি 
তোর কাছে এনে দিতে পারি । 

তুলশী তোলায় দেখি 
তোকে আমি
আরো অপরূপে । 
হতে পারি নবাব 
তবু তোর কাছে সবটুকু হারি । 

তোর লাল রঙা টিপ
মনে করায় অষ্টমীর অঞ্জলি 
তোর টোল পরা গাল 
যেন ঈদের চাঁদ মনে করি । 

মন্দিরে মসজিদে 
তোর বার্তা বয়ে আনে
যত সোনালী সূর্য কনা । 

আজকে খুশির দিনে 
গান গেয়ে যত শুকশারি । 


তুই হলি আমার আকাশ 
আর আমি তোর মাটি
দাবদাহের অবশান
নামিস হয়ে বৃষ্টি ।


ঝুকে আমার ঠোঁট যখন 
তোর কপালে রাখি
সব ভুলে নিজেকে 
শুধু  তোরেই খুঁজি  


মন ওরা  ... - [ বার ] 

মন ওরা ...মন ওরা ...মন ওরা 

][ সমাপ্ত ][ 




:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 

আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.