Keu Jane Na ( কেউ জানে না ) Lyrics - Arafat Mohsin | Kache Ashar Offline Golpo

KEU JANE NA BY ARAFAT MOHSIN  BANGLA LYRICS :  

Keu-Jane-Na-By-Arafat-Mohsin-Lyrics-In-Bangla
কেউ জানে না ( আরাফাত মহসিন ) লিরিক্স 


KEU JANE NA LYRICS BY ARAFAT MOHSIN: Presenting '' KEU JANE NA'' Bangla Song Lyrics In Bangla.This song has been sung by Arafat Mohsin and  Zarin Anan Khan .This is the track from CLOSEUP KACHE ASHAR GOLPO.






SONG CREDITS [ Keu Jane na ] :

Singer :  Zarin Anan Khan And Arafat Mohsin
Lyrics : Arafat Mohsin
Tune And Composed By : Arafat Mohsin


][ KEU JANE NA BANGLA SONG BY ARAFAT MOHSIN LYRICS IN BANGLA ][ 

চলনা দুজনে
হারিয়ে যাই অজানায় । 
যেখানে
গাছেরা পাতা মেলে 
মিটি মিটি হাসায় । 

দুলে দুলে ওরা নেচে যায়
চুপি চুপি ওরা কি সাজায়
পাখিরা ডাকে ইশারায়
তুমি তো বোঝো না । 

থাকোনা হাতটা ধরে
কখনো ছেড়ে দিও না । 

দূরে মেঘের ভেলায় 
যাবো চড়ে পাখির ডানায়
ভিজিয়ে ঠোঁট কুয়াশায় 
জোনাকিরা আলো জ্বালায় ।  - [ বার ] 



]]][ জোনাকিরা আলো জালায় ]][ 


অলস দুপুরে ঘুমের চোখে
 যখন খুঁজে ফিরো
এই আমাকে
থাকো হৃদয়ে গোপনে 
খুব মায়ায় । 

প্রেমটা ঘুরে ফিরে 
অভিমানে বিকেলে
হাওয়ায় ভেসে যায় 
 তোমাকে ছুঁয়ে । 

বিকেলটা ফুরায়
কথায় কথায় । 

হঠাৎ ঝড়ের আলো
তোমার ঘুম ভাঙালো
তখন তোমায় আমি 
আগলে রাখি । 

ও... দুলে দুলে ওরা নেচে যায়
চুপি চুপি ওরা কি সাজায়
পাখিরা ডাকে ইশারায়
তুমি তো বোঝো না । 

থাকোনা হাতটা ধরে
কখনো ছেড়ে দিও না । 

দূরে মেঘের ভেলায়
যাবো চড়ে পাখির ডানায় ,
ভিজিয়ে ঠোঁট কুয়াশায়
জোনাকিরা আলো জ্বালায় ।  - [ বার ]


দুলে দুলে ওরা নেচে যায় ,
চুপি চুপি ওরা কি সাজায় ,
পাখিরা ডাকে ইশারায় ,
তুমি তো বোঝো না । - [ ২ বার ]

কেউ জানে না । - [ ২ বার ]

][ সমাপ্ত ][ 



:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 

আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.