Din Eka Eka ( দিন একা একা ) Lyrics - Madhuraa Bhattacharya | Tomake Chai ( 2017 )

DIN EKA EKA (TOMAKE CHAI ) BANGLA LYRICS : 
Din-Eka-Eka-Bangla-Lyrics-From-Tomake-Chai
দিন একা একা ( তোমাকে চাই ) লিরিক্স 

DIN EKA EKA LYRICS FROM Tomake Chai : Presenting '' Din Eka Eka '' Bangla Song Lyrics in bangla.This song has been Sung By Madhuraa Bhattacharya and Composed By  Indraadip Dasgupta. Din Eka Eka Lyrics Planned By Prasen.









SONG CREDITS [ Din Eka Eka ] :

Song: Din Eka Eka
Singer: Madhuraa Bhattacharya
Music: Indraadip Dasgupta
Lyrics: Prasen


][DIN EKA EKA BANGLA FULL SONG LYRICS IN BANGLA ][ 

দিন একা একা যায় চলে যায়
মন খোঁজে সে তো পায়নি আমায় । - [ ২ বার ] 

তোমাকে দেয়া কথা গুলো
আজ মেখেছে মাটি ধুলো
পেতে না পেতেই এক নিমেশে 
তোমাকে হারালো । 

দিন একা একা যায় চলে যায়
মন খোঁজে সে তো পায়নি আমায় । - [ ২ বার ] 


তোমাকে দেয়া কথা গুলো
আজ মেখেছে মাটি ধুলো
পেতে না পেতেই এক নিমেশে 
তোমাকে হারালো । 


ভালবাসা নামে পাখি বন্ধি আছে আজ 
কোন খাঁচায়
এই পৃথিবী সেই পৃথিবী নেইকো কেউ কোথাও 
তাকে বাঁচায় ।  - [ বার ]  

তোমাকে দেওয়া হাসি আলো
এক ছুঁটে কোথায় পালালো
পেতে না পেতেই এক নিমেশে 
তোমাকে হারালো । 

দিন একা একা যায় চলে যায়
মন খোঁজে সে তো পায়নি আমায় । 


দিনে রাতে মনে পরে কত কলরব 
তোমার আমার
যায় হারিয়ে , যায় ছাড়িয়ে 
যায় রাখে কারন 
পথে নামার । - [ ২ বার ] 

তোমাকে দেওয়া মন্দ ভালো
নিজেদের মানেটাই খোয়ালও 
পেতে না পেতেই এক নিমেশে 
তোমাকে হারালো । 

দিন একা একা যায় চলে যায়
মন খোঁজে সে তো পায়নি আমায় । 

দিন ...। । 

][ সমাপ্ত ][ 



:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 

আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.