Momer Deyal ( মোমের দেয়াল ) Lyrics - Tahsan Khan | Durbeen ( Short Film )

MOMER DEYAL BY TAHSAN MP3 SONG LYRICS : 

Momer_Deyal-by_Tahsan_Bangla_Lyrics-Durbeen_ShortFilm_Song
মোমের দেয়াল ( তাহসান খান ) লিরিক্স 

MOMER DEYAL LYRICS FROM DURBEEN ( ShortFilm ) : Presenting '' Momer Deyal '' Bangla Song Lyrics In Bangla.This song has been Sung By Famous Bangladeshi Singer Tahsan Khan And Also Lyrics Planned By Him. Momer Deyal Song Music and Tuned By Rumman Chowdhury.







  

][ গানটির বিবরণ ][

  গানের নাম ঃ মোমের দেয়াল
  শিল্পী ঃ তাহসান খান
  গানের কথা লিখেছেন ঃ তাহসান খান
  সুর এবং মিউজিক করেছেন ঃ রুম্মান চৌধুরী
  এ্যালবাম ঃ দূরবীন ( শর্ট ফিল্ম )



[ MOMER DEYAL OFFICIAL MUSIC VIDEO ] 



][ MOMER DEYAL BANGLA SONG BY TAHSAN LYRICS IN BANGLA ][ 


মোমের দেয়াল উঠনে 
বারান্দায় তুমি
একটু দূরে দাড়িয়ে 
রোদের হাতছানি । 

ভেঙে দিয়ে সে মোমের দেয়ালটা 
আসবে আমার কোলে । 
নিয়ম ভাঙতে যে সাহস সঞ্চারী 
আসবে সে আমারই । 

চল ভেঙে দেই সে দেয়াল
সমাজের ঠুনকো খেয়াল
বাঁচি দুজনায় মায়াতে  
মায়ার দেয়াল ... - [ ২ বার

হলদে সাগরে হাত ধরে 
সূর্য সাঁতারে
হাতে হাত চোখে চোখ 
সত্য খোঁজার লোক । 

ভেঙে দিয়ে সে স্বপ্ন গুলো
সমাজটা জিতে জায়
রক্ত দিয়ে কি অবশেষে 
ভাঙতে হবে দেয়াল । 

তুমি কখনও কি হবে না 
আমার হবে না মায়াতে
মোমের দেয়াল কখনও 
কি ভাঙা হবে না । - [ ২ বার

মোমের দেয়াল এই ছাদে
ঘুড়ির সুতো টানা 
একটু দূরে দাড়িয়ে 
কাছে যেতে মানা । 

ছিরে দিয়ে সে ঘুড়ির সুতোটা
আসবে আমার কোলে
নিয়ম ভাঙতে যে দৃঢ় প্রত্যয় ই 
আছে  সে আমারই । 


চল ভেঙে দেই সে দেয়াল
সমাজের ঠুনকো খেয়াল
বাঁচি দুজনায় মায়াতে  
মায়ার দেয়াল ... - [ ২ বার

তুমি কখনও কি হবে না 
আমার হবে না মায়াতে
মোমের দেয়াল কখনও 
কি ভাঙা হবে না । - [ ২ বার

][ সমাপ্ত ][ 

বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।
Blogger দ্বারা পরিচালিত.