EI Shohor ( এ শহর ) Bangla Lyrics | The Bongs Again ( 2017 ) Movie Song Lyrics

EI SHOHOR ( The Bongs Again ) Bangla Lyrics : 


Ei-Shohor-Lyrics-From-The-Bongs-Again
এই শহর লিরিক্স 
EI SHOHOR SONG LYRICS FROM THE BONGS AGAIN : Presenting '' Ei Shohore '' Bangla Song Lyrics.This song has been Sung By Neel Dutt and Lyrics Planed By Anjan Dutta.












SONG CREDITS [ EI SHOHOR ] :

Singer : Neel Dutt
Lyrics :  Anjan Dutta
Music Director - Neel Dutt 
Music On : Eskay Movies


EI SHOHOR BANGLA LYRICS FROM THE BONGS AGAIN : 



এ শহর , ভাঙা চোরা গোলী , 
রাস্তা ঘাট , 
নিয়ে হাজার , 
ঝঞ্ঝাট , জমজমাট । 


নিয়ে হাজার দুঃখ বুকে , 
আমাকে রোজ বাঁচতে শেখায় । 
এ শহর এখনও যে কাঁদে , 
এ শহর , হাসে তাই , 
এখানে কেউ ঘর বাধে , 
এ শহর ... ভালবাসে তাই । 

এ শহর ... আমার এ শহর , বড় সেকেলে । 

তবু নতুন করে হতাত , 
কোন বিকেলে , 
আমি খুজে পাই এখানে , 
আমার আসল পরিচয় । 

এ শহর এখনও যে কাঁদে , 
এ শহর , হাসে তাই , 
এখানে কেউ ঘর বাধে , 
এ শহর ... ভালবাসে তাই । 


রোজকার ছাপোষা জীবন , 
আনচান করে এই মন , 
হথাত তোমার দুটো হাত , 
আমি খুঁজে পাই , 
শিরায় শিরায় এই শরীরে , 
অশান্তি যাবতীয় ছিলো , 
ভুলে গিয়ে তোমারই দিকে , 
দু হাত বাড়াই । 

চেনা অচেনা মিলে মিশে , 
ঠোট দুটো এক হয়ে জায় । 

এ শহর এখনও যে কাঁদে , 
এ শহর , হাসে তাই , 
এখানে কেউ ঘর বাধে , 
এ শহর ... ভালবাসে তাই । 


এ শহর , ভাঙা চোরা গোলী , 
রাস্তা ঘাট , 
নিয়ে হাজার , 
ঝঞ্ঝাট , জমজমাট । 

এ শহর এখনও যে কাঁদে , 
এ শহর , হাসে তাই , 
এখানে কেউ ঘর বাধে , 
এ শহর ... ভালবাসে তাই । 


][ সমাপ্ত ][ 





:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 


আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.