Bole De Na ( বলে দে না ) Bangla Lyrics - Haripada Bandwala | Timir Biswas

Bole De Na ( বলে দে না ) Bangla Lyrics - Haripada Bandwala | Timir Biswas : 


Bole-De-Na-Bangla-Movie-Song-Lyrics
বলে দে না লিরিক্স 
BOLE DE NA BANGLA SONG LYRICS FROM HARIPADA BANDWALA : Presenting '' Bole De Na'' Bangla Song Lyrics . This Song has been sung by TIMIR Biswas and Beautifully Composed By  Indraadip Dasgupta and Lyrics By Prasen .











SONG CREDITS [ BOLE DE NA ] : 

Singer : Timir Biswas
Composer :  Indraadip Dasgupta
Lyrics : Prasen
Music On : SVF Music Inc.


BOLE DE NA (  বলে দে না ) BANGLA LYRICS  : 


এসেছি উড়াতে , এসেছি পোড়াতে , 
তোর হাতে আমি , আমাকে । 
বলে দে না আছে কি উপায় । 

এভাবে ভাসাবো , এভাবে মেশাবো , 
তোর সাথে আমি , আমাকে , 
কেউ আগে বলেনি আমায় । 

হো , ভালবাসায় এমন হয় , জানা ছিলো না , 
ভালবাসায় কে যে কোথায় , জানা হল না । 


এসেছি উড়াতে , এসেছি পোড়াতে , 
তোর হাতে আমি , আমাকে । 
বলে দে না আছে কি উপায় । 

হয়তো কাছে তোর , কুড়িয়ে পেতাম , 
না দেখা কোন ভোর , হারানো বোতাম । - [ ২ বার ] 


কিছু কেন , হতে দিলি না ।  


এসেছি উড়াতে , এসেছি পোড়াতে , 
তোর হাতে আমি , আমাকে । 
বলে দে না আছে কি উপায় । 


এভাবে ভাসাবো , এভাবে মেশাবো , 
তোর সাথে আমি , আমাকে , 
কেউ আগে বলেনি আমায় । 

হো , ভালবাসায় এমন হয় , জানা ছিলো না , 
ভালবাসায় কে যে কোথায় , জানা হল না । 

][ সমাপ্ত ][ 





:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 


আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.