Cholo Dujone Harai (চল দুজনে হারাই) - Lyrics | Shahid and Joyee

Cholo Dujone Harai By Shahid and Joyee Bangla Lyrics : 



Cholo Dujone Harai By Shahid and Joyee Lyrics
CHOLO DUJONE HARAI LYRICS : Presenting ''CHOLO DUJONE HARAI''Bangla Song Lyrics.Cholo Dujone Harai By Shahid And Joyee and Lyrics By Al Amin.





SONG CREDITS : 
Cholo Dujone Harai
Singer : Shahid & Joyee
Lyric : Al Amin
Tune & Music : Rafi
Label : Cd Choice
Cast : Shahid, Alvi Mamun, Ahona
Director : MD.Kanak

CHOLO DUJONE HARAI BY SHAHID LYRICS : 

চল দুজনে হারাই , 
মেঘের নীলিমায় । - [ ২ বার ] 
যেখানে জোছনায় আলো মিশে এক হয়ে যায় ।  - [  ২বার ]  

যেখানে জীবন জুড়ে রঙ্গিন সুখের ভেলা ভাসে , 
যেখানে নীরবতা আধার রাতে ঘুমায় পাশে । 
যেখানে তারাগুলো জ্বলে তোমারই আসাতে , 
তারার ঐ আলোতে আজ আঁকবো স্বপন হৃদয়েতে । 

সে মনের আঙিনায় , চল না হারাই  । - [ ২ বার ] 


যেখানে জোছনায় আলো মিশে এক হয়ে যায় ।  - [  ২বার ]  

রূপেরই ছায়াতে আজ তোমার কি যে যাদু আছে , 
তোমারই ছোঁয়াতে আজ স্বপ্ন গুলো শুরে সাঁজে । 


শ্রাবণে ঐ অবসাজ দোয়ার খুলে অপেক্ষাতে , 
ঝরাবো ভালোবাসা হারাবো যে দুনয়নে ,। 


এমন অজানায় , চলনা হারাই । - [ ২ বার ] 

যেখানে জোছনায় আলো মিশে এক হয়ে যায় ।  - [  ২বার ]  




চল দুজনে হারাই , 
মেঘের নীলিমায় । - [ ২ বার ] 
যেখানে জোছনায় আলো মিশে এক হয়ে যায় ।  - [  ২বার ]  

][ সমাপ্ত ][ 
Blogger দ্বারা পরিচালিত.