Boyosh 16 te Prem ( বয়স ষোলতে প্রেম ) Lyrics - Rong Dhong | Pinku Ady
Boyosh 16 te Prem ( বয়স ষোলতে প্রেম ) Lyrics - Rong Dhong | Pinku Ady
BOYOSH 16 TE PREM LYRICS : Presenting '' Boyosh Sholote Prem ( Boyosh 16 te Prem ) Bangla Romantic Song Lyrics.This Song is Sung By Pinku Ady and Lyrics By D-man Rahman, Ahsan Sarawar and Also Music By Mahmudul Hasan Romance.
SONG CREDITS :
Song: Boyosh 16te Prem
Singer : Ady
Music : Mahmudul Hasan Romance
Lyric: D-man Rahman, Ahsan Sarawar
Film : Rong Dhong
Director : Ahsan Sarawar
BOYOSH 16 TE PREM LYRICS IN BANGLA :
![]() |
Boyosh 16 Te Prem Lyrics |
SONG CREDITS :
Song: Boyosh 16te Prem
Singer : Ady
Music : Mahmudul Hasan Romance
Lyric: D-man Rahman, Ahsan Sarawar
Film : Rong Dhong
Director : Ahsan Sarawar
BOYOSH 16 TE PREM LYRICS IN BANGLA :
কাক ভেজা তোমার দেহে দুষ্ট চাহনই ,
নেশায় নেশায় চোখের পাতায় মাতলামি ,
দেহ কখনও মিথ্যে বলে না ,
আজ এখন পেয়েছি আমার সাধনা ।
বিকেল বেলার রোদ
সিঁড়ি ঘরে সূর্যের কানামাছি খেলা ,
আমার নাটাই গেছে ভেঙে ,
ছাঁদে উঠার আছে আরও শত বাহানা ।
তোমার ছাঁদের রেলিংটা বদলেছে কত ,
যেন আলোর ফাঁকে বিষ ফোঁড়ার মতো ...
তুমি রোদ পোহাবার ছুতোয়
ছাঁদে আসতে নিয়ে গভীর বাসনা ,
আর ওভাবেই জমলো মেলা আমার বয়স ১৬ তে
প্রেম ... প্রেম... খেলা । - [ ২ বার ]
মনে আছে ... সেই প্রথম তোমাকে দেখা । ...
ছটফটানো মন ... ব্যাকুল সারাক্ষণ ,
এভাবে শুরু গল্পটা । - [ ২ বার ]
তুমি রোদ পোহাবার ছুতোয়
ছাঁদে আসতে নিয়ে গভীর বাসনা ,
আর ওভাবেই জমলো মেলা আমার বয়স ১৬ তে
প্রেম ... প্রেম... খেলা । - [ ২ বার ]
কাক ভেজা তোমার দেহে দুষ্ট চাহনই ,
নেশায় নেশায় চোখের পাতায় মাতলামি ,
দেহ কখনও মিথ্যে বলে না ,
তুমি না দেখালেও আমি কামনা খুব বুঝি ।
তুমি রোদ পোহাবার ছুতোয়
ছাঁদে আসতে নিয়ে গভীর বাসনা ,
আর ওভাবেই জমলো মেলা আমার বয়স ১৬ তে
প্রেম ... প্রেম... খেলা । - [ ২ বার ]
][ সমাপ্ত ][
][ সমাপ্ত ][