Bhalobeshe Niruddeshe ( ভালবেসে নিরুদ্দেশে ) - Lyrics | Tahsan | Tahsan New Song Lyrics 2016
Bhalobeshe Niruddeshe ( ভালবেসে নিরুদ্দেশে ) - Lyrics | Tahsan | Tahsan New Song Lyrics 2016
BHALOBESHE NIRUDDESHE LYRICS : Bhalobeshe Niruddeshe Is a bangla Song Sung By Famous Bangladeshi Singer TAHSAN KHAN. Lyrics By ASIF IQBAL .GP Music presents the Music Video of the most anticipated single of this Eid! Experience Tahsan in a brand new electro light as he invites all lovers to break all barriers!
BHALOBESHE NIRUDDESHE BY TAHSAN BANGLA LYRICS :
ভালবেসে নিরুদ্দেশে লিরিক্স |
BHALOBESHE NIRUDDESHE LYRICS : Bhalobeshe Niruddeshe Is a bangla Song Sung By Famous Bangladeshi Singer TAHSAN KHAN. Lyrics By ASIF IQBAL .GP Music presents the Music Video of the most anticipated single of this Eid! Experience Tahsan in a brand new electro light as he invites all lovers to break all barriers!
BHALOBESHE NIRUDDESHE BY TAHSAN BANGLA LYRICS :
কেন বোঝনা যে তুমি
অভিমানের ফাঁকে ,
পেয়েও আমি পাইনা
সারাক্ষন তোমাকে ।
মনে মনে ভাবি
প্রান খুলে বলি ,
তোমায় ছাড়া বল
কি করে যে চলি ।
পাশে থাকলেই পৃথিবীটা পাবো ,
তোমায় নিয়ে নিরুদ্দেশে যাবো । ( ২ বার )
যদি তুমি থাকো সাথে
জোছনা ছুঁয়ে যাবে প্রানে ।
তোমায় আজ রাতে ভাসাবো মন
ভালো করা গানে ।
যদি ভাঙো অভিমান ভুলে লুকুচুরি ,
মন খারাপের মেঘে আলোয় উরা উরি ।
ভালো যদি বাসও দ্বিধা কেন তবে ,
তুমি চাইলেই কাছে আশা হবে ।
পাশে থাকলেই পৃথিবীটা পাবো ,
তোমায় নিয়ে নিরুদ্দেশে যাবো । ( ২ বার )
যদি তুমি থাকো সাথে
জোছনা ছুঁয়ে যাবে প্রানে ।
তোমায় আজ রাতে ভাসাবো মন
ভালো করা গানে ।
কি করে যে থাকো তুমি দূরে দূরে ,
কাছে আসো যদি সব ভেঙ্গে চুরে ।
খুলে যাবে যতো মনে রাখা বাঁধা
মন খারাপের কালো হয়ে যাবে সাদা ।
পাশে থাকলেই পৃথিবীটা পাবো ,
তোমায় নিয়ে নিরুদ্দেশে যাবো । ( ২ বার )
যদি তুমি থাকো সাথে
জোছনা ছুঁয়ে যাবে প্রানে ।
তোমায় আজ রাতে ভাসাবো মন
ভালো করা গানে ।
][ সমাপ্ত ][
][ সমাপ্ত ][