BOKA CHAD - ( ARNOB ) BANGLA LYRICS | বোকা চাঁদ ( অর্ণব ) বাংলা লিরিক্স
BOKA CHAD - ( ARNOB ) BANGLA LYRICS | বোকা চাঁদ ( অর্ণব ) বাংলা লিরিক্স
Boka Chad By Arnob Lyrics |
গানের কথা - বোকা চাঁদ
শিল্পী - অর্ণব
সুর/সঙ্গিত - আরাফাত মহসীন
কথা - রাজীব আশরাফ
চলচ্চিত্র - আইসক্রিম
এখানে থমকে সময়
তবুও আবেগ ছুঁয়ে যায়
এই দূর সুদূর সীমানায়
গল্প বলে মেঘ ছায়ায়
শোনো
এখানে অন্ধকারে
তবু হাওয়া বারে বারে
এই গান আহ্বানে হারায়
তোমার চোখের তারায়
দেখো
বোকা চাঁদ মেঘ ঢেকে যায়
তবু ছবি এঁকে যায়
নিশুন্য হাওয়ায় হাওয়ায়
বোকা চাঁদ মেঘ ঢেকে যায়
তবু ছবি এঁকে যায়
নিশুন্য হাওয়ায় হাওয়ায়
বিবর বিশুষ্ক মায়ায়
নিজেকে নিজে খুঁজে পাই
শোনো
এখানে থমকে সময়
তবুও আবেগ ছুঁয়ে যায়
এই দূর সুদূর সীমানায়
গল্প বলে মেঘ ছায়ায়
শোনো