CHIP NOUKO BANGLA LYRICS | ছিপ নৌকো - বাংলা লিরিক্স | তাহসান | কনা
CHIP NOUKO BANGLA LYRICS | ছিপ নৌকো - বাংলা লিরিক্স | তাহসান | কনা
CHIP NOUKO BANGLA LYRICS | ছিপ নৌকো - বাংলা লিরিক্স | তাহসান | কনা |
Singer: Tahsan & Dilshad Nahar Kona
Music & Lyrics: Prince Mahmud
Starring: Saira Akhter Jahan & Ashfaq Rana
Album: Kheyal Poka (2016)
Music Label: G-Series
Music & Lyrics: Prince Mahmud
Starring: Saira Akhter Jahan & Ashfaq Rana
Album: Kheyal Poka (2016)
Music Label: G-Series
আমার ছিপ নৌকোয় এসো ও
অন্য মেয়ে
আড়াল দেয়াল রেখো না ......।
আমার ছিপ নৌকোয় এসো ও
অন্য মেয়ে,
লাজুক লিরিক আর কল্পনা ...।
( হুম হুম............ )
আমার ছিপ নৌকোয় এসো ও
অন্য মেয়ে
দেখ চোখের তারায়
জলকণায়
আমার ছিপ নৌকোয় এসো ও
অন্য মেয়ে,
দেখো লাজুক লিরিক কল্পনা ...।
( সুর .........।।)
আর অন্নক পৃথিবী এক , সে সবার মতো নয় ,
তাই লাজুক লিরিক গুলো
অগোছালো হয়ে রয়,
আর অন্নক পৃথিবী এক , সে সবার মতো নয় ,
তাই লাজুক লিরিক গুলো
অগোছালো হয়ে রয়
অধভুদ তার ভুলগুলো , চোখের তারায়
ফুলগুলো
উদাস হাওয়ায় উড়ে , আনমনা ......
( হুম হুম............ )
( সুর............। )
আমি অতি সাধারণ অনিন্দ্য
কিছু নয়
তোমার বেথায় চোখটায় অবাক ,
তাই এমন মনে হয় ...।
আমি অতি সাধারণ অনিন্দ্য
কিছু নয়
তোমার দেখার চোখটাই অবাক ,
তাই এমন মনে হয় ...।
অধভুত এই ভুলগুলো, চোখের তারায়
ফুলগুলো
উদাস, হাওয়ায় ,উড়ে , আনমনা ......
( হুম হুম............ )
তোমার ছিপ নৌকোয় যাবে সেই
অন্য মেয়ে ...
তুমিও আড়াল রেখো না
তোমার ছিপ নৌকোয় যাবে সেই
অন্য মেয়ে ...
লাজুক লিরিক আর কল্পনা ......
( হুম হুম............ )
আমার ছিপ নৌকোয় এসো ও
অন্য মেয়ে
দেখ চোখের তারায়
জলকণায় ,
আমার ছিপ নৌকোয় এসো ও
অন্য মেয়ে,
দেখো লাজুক লিরিক কল্পনা ...।