Tui Ki Janish Na Lyrics - Arnob | Hok Kolorob
TUI KI JANISH NA MP3 SONG LYRICS IN BANGLA BY ARNOB FROM HOK KOLOROB
![]() |
Tui Ki Janish Na by Arnob |
SONG CREDITS :
◉ Song : Tui Ki Janish Na
◉ Singer : Sayan Chowdhury Arnob
◉ Lyrics : Taufiqe Riaz
◉ Album : Hok Kolorob
◉ Composer : Sayan Chowdhury Arnob
◉ Label : Bengal Music Company (BMC)
◉ Release Date : January 1, 2006
TUI KI JANISH NA FULL SONG
TUI KI JANISH NA LYRICS IN BANGLA
তুই কি জানিসনা,
তোর জন্য কান্না,
ভোরের, ঘাসের,ঠোঁটে,
শিশির হয়ে জোটে।
জানিস না কি তুই,
ঠিক যখনই ছুঁই,
তোর চোখের পাতা চুল।
"অমনি ফোটে ফুল
অমনি ফোটে ফুল
অমনি ফোটে ফুল"। - [ ২ বার ]
তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা,
তুই নেই বলে মন শুধু করে খাঁ খাঁ।
তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা,
তুই নেই বলে মন শুধু করে খাঁ খা।
তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা,
তুই নেই বলে মন শুধু করে খাঁ খা।
তুই নেই বলে একলা শালিক ডাকে,
তুই নেই বলে মধু নেই মৌচাকে।
তুই নেই তাই মেঘ কাঁদে, হয় জল,
তুই আসবি আসবিটা কবে বল?
তুই কাছে নেই তাই বিচ্ছিরি লাগে রাত,
বিচ্ছিরি লাগে দিন,
বিচ্ছিরি লাগে সাত,
বিচ্ছিরি লাগে তিন।
'' তিন তিন তিন...
তুই কাছে নেই তাই বিচ্ছিরি লাগে রাত,
বিচ্ছিরি লাগে দিন,
বিচ্ছিরি লাগে সাত,
বিচ্ছিরি লাগে...
বিচ্ছিরি লাগে... তিন।
তবু তুই রয়েছিস বলে,
তবু তুই রয়েছিস বলে,
ঘাস ফুলে জল দোলে,
তবু তুই রয়েছিস বলে
ঘাস ফুলে জল দোলে
দোলে।
তবু তুই রয়েছিস তাই, তারাদের রোশনাই,
তুই রয়েছিস জানি, স্বপ্নের হাতছানি,
তুই রয়েছিস তাই, তারাদের রোশনাই,
তুই রয়েছিস জানি, স্বপ্নের হাতছানি।
সুরে দূর থেকে ডাকে,
মেঠো রাস্তার বাঁকে,
তুই রয়েছিস তাই,
ওদের সাথে যাই।
তুই কি জানিসনা,
তোর জন্য কান্না,
ভোরের ঘাসের ঠোঁটে,
শিশির হয়ে জোটে।
জানিস না কি তুই,
ঠিক যখনই ছুঁই,
তোর চোখের পাতা চুল,
অমনি ফোটে ফুল,
অমনি ফোটে ফুল,
অমনি ফোটে ফুল।
তুই কি জানিসনা,
তোর জন্য কান্না,
(তোর জন্য কান্না)
(তোর জন্য কান্না)
(তোর জন্য কান্না)
জানিস না কি তুই,
ঠিক যখনই ছুঁই,
(ঠিক যখনই ছুঁই)
(ঠিক যখনই ছুঁই)
(ঠিক যখনই ছুঁই)
(ঠিক যখনই ছুঁই)
][সমাপ্ত][
অর্ণবের হোক কলরব এ্যালবামের সবগুলো গানঃ
◉ হোক কলরব
◉ বাক্সে বাক্সে বন্ধি বাক্স
◉ তোর জন্য
◉ সময় কাটে
◉ চালাক তুমি
◉ মুহূর্ত
◉ প্রকৃতি জল
◉ শব্দ
হোক কলরব এ্যালবামের সবগুলো গানের নির্ভুল লিরিক্স আমাদের ওয়েবসাইটে খুব শীঘ্রই প্রকাশ করা হবে।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box