Bhalobasha Tarpor Lyrics - Arnob | Hok Kolorob Album
BHALOBASHA TARPOR MP3 SONG LYRICS BY ARNOB
![]() |
Bhalobasha Tarpor by Arnob |
BHALOBASHA TARPOR LYRICS FROM HOK KOLOROB(2006) - Presenting Bhalobasha Tarpor Song Lyrics, Sung By Arnob and Lyrics penned by Taufiqe Riaz.While the music is composed By Shayan Chowdhury Arnob.This is track from the album Hok Kolorob By Arnob, Relesed on 2006 under the Label of Bengal Music Company (BMC). After his one year record contract with Ektaar expired, he signed a contract with Bengal Music Company (BMC) and started the recording of this album in the fall of 2005.
SONG CREDITS :
◉ Song : Bhalobasha Tarpor
◉ Singer : Sayan Chowdhury Arnob
◉ Lyrics : Taufiqe Riaz
◉ Album : Hok Kolorob
◉ Composer : Sayan Chowdhury Arnob
◉ Label : Bengal Music Company (BMC)
◉ Release Date : January 1, 2006
BHALOBASHA TARPOR FULL SONG
BHALOBASHA TARPOR LYRICS ARNOB
কষ্টগুলো শিকড় ছড়িয়ে,
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে।
স্বপ্নের আলোতে যাবো বলে,
যখন চোখ ভিজে যায় রাতে। - [ ২ বার ]
ভালোবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস।
বহুদিন আগে তারাদের আলো,
শূণ্য আঁধার আকাশ। - [ ২ বার ]
প্রখর রোদে পোড়া পিঠ,
আগুনের কুন্ডে সেঁকা হাত।
শিশির ছোঁয়ায় পাবে হাসি,
অন্ধকারে কেটে যাবে রাত । - [ ২ বার ]
ভালোবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস।
বহুদিন আগে তারাদের আলো,
শূণ্য আঁধার আকাশ। - [ ২ বার ]
কষ্টগুলো শিকড় ছড়িয়ে,
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে।
স্বপ্নের আলোতে যাবো বলে,
যখন চোখ ভিজে যায় রাতে। - [ ২ বার ]
ভালোবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস।
বহুদিন আগে তারাদের আলো,
শূণ্য আঁধার আকাশ। - [ ২ বার ]
][সমাপ্ত][
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box