SROTOSHINNI LYRICS (স্রোতস্বিনী) - Encore | Latest Bengali Song
SROTOSHINNI LYRICS BY ENCORE
SROTOSHINNI SONG LYRICS BY ENCORE : Srotoshinni is a Bengali Band song, Sung by Shakib Ul- Islam from the band Encore.While Srotoshinni Song Lyrics was penned by Shakib Ul Islam & Mixed and Mastered by Arif Al Haque.This is a track from their album Chinho, which was relesed in 2016 under the banner of G series.
■ Title: Srotoshinni
■ Singer: Shakib Ul- Islam
■ Lyrics : Shakib Ul Islam
■ Music : Shakib Ul Islam
■ Label : Sa Re Ga Ma Pvt. India
■ Release Date : Mar 17, 2016
SROTOSHINNI BY ENCORE OFFICIAL VIDEO
SROTOSHINNI SONG LYRICS IN BANGLA
শ্রাবন ধারায়
এতো চেনা কি খুঁজে পাও,
যা আমার মাঝে নেই
এক বিন্দু পরিমাণ।
আমার সরল রেখার চিন্তা ধারায়,
আরারি করে দাগ কাটো কেনো?
নাকি কাঁদিয়ে আমাকে সেই
চোখের জলে ভেজো,
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু
আমি মরীচিকার মতো।
তবে তাই যদি হয়
করি নাকো ভয়,
জানি আঁধার রাত
ঘনিয়ে হবে সূর্যোদয়।
আমি ভেবে নিলাম
তুমি সেই লাল গোলাপ,
যারে নিরন্তর পাহারা দেয়
এক কাঁটার বাগান।
পাহাড় চূড়ায়,
বেয়ে আকাশ তো ছুতে দেখিনি,
স্রোতস্বিনীর হাওয়ায়
পারি দাও সমুদ্দুর।
আছড়ে পরে সে ঢেউ,
আমার বুকে দুরন্ত বেগে,
নাকি কাঁদিয়ে আমাকে সেই
চোখের জলে ভেজো,
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু
আমি মরীচিকার মতো।
তবে তাই যদি হয়
করি নাকো ভয়,
জানি আঁধার রাত
ঘনিয়ে হবে সূর্যোদয়।
আমি ভেবে নিলাম
তুমি সেই লাল গোলাপ,
যারে নিরন্তর পাহারা দেয়
এক কাঁটার বাগান।
][সমাপ্ত][
এতো চেনা কি খুঁজে পাও,
যা আমার মাঝে নেই
এক বিন্দু পরিমাণ।
আমার সরল রেখার চিন্তা ধারায়,
আরারি করে দাগ কাটো কেনো?
নাকি কাঁদিয়ে আমাকে সেই
চোখের জলে ভেজো,
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু
আমি মরীচিকার মতো।
তবে তাই যদি হয়
করি নাকো ভয়,
জানি আঁধার রাত
ঘনিয়ে হবে সূর্যোদয়।
আমি ভেবে নিলাম
তুমি সেই লাল গোলাপ,
যারে নিরন্তর পাহারা দেয়
এক কাঁটার বাগান।
পাহাড় চূড়ায়,
বেয়ে আকাশ তো ছুতে দেখিনি,
স্রোতস্বিনীর হাওয়ায়
পারি দাও সমুদ্দুর।
আছড়ে পরে সে ঢেউ,
আমার বুকে দুরন্ত বেগে,
নাকি কাঁদিয়ে আমাকে সেই
চোখের জলে ভেজো,
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু
আমি মরীচিকার মতো।
তবে তাই যদি হয়
করি নাকো ভয়,
জানি আঁধার রাত
ঘনিয়ে হবে সূর্যোদয়।
আমি ভেবে নিলাম
তুমি সেই লাল গোলাপ,
যারে নিরন্তর পাহারা দেয়
এক কাঁটার বাগান।
][সমাপ্ত][
51218846946
উত্তরমুছুনtoo good
উত্তরমুছুনGood
উত্তরমুছুনThanks for your comment sir. Visit our website for more updates.
মুছুন(Stay Home, Stay safe.)
Thanks for the lyrics guys..
উত্তরমুছুনIt's accurate and helped me..
This song is one of my favorites.. the lyrics are just👌 awesome..
Check out my acoustic cover
https://youtu.be/4-bo8zZOCKU
Thanks for the Lyrics
উত্তরমুছুন