TARAY TARAY (তারায় তারায়) LYRICS - JAMES
![]() |
যেদিন (ওয়ারফেজ) লিরিক্স |
TARAY TARAY MP3 SONG LYRICS IN BANGLA
TARAY TARAY LYRICS BY JAMES : Taray Taray is a bengali song, performed by James & Lyrics penned by Shamsur Rahman.This is a track from the album Nogor Baul.
SONG CREDITS:
■ Title: Taray Taray
■ Singer: James
■ Lyrics : Shamsur Rahman
■ Music :James
■ Label :
■ Release Date :
TARAY TARAY LYRICS
সুন্দরীতমা আমার,
তুমি নীলিমার দিকে তাকিয়ে,
বলতে পারো,
এই আকাশ আমার।
সুন্দরীতমা আমার,
তুমি নীলিমার দিকে তাকিয়ে,
বলতে পারো,
এই আকাশ আমার।
নীলাকাশ রবে নিরুত্তর,
মানুষ আমি চেয়ে দেখো।
নীলাকাশ রবে নিরুত্তর,
যদি তুমি বলো আমি,
একান্ত তোমার।
আমি তারায় তারায় রটিয়ে দেবো
তুমি আমার।
আমি তাঁরায় তাঁরায় রটিয়ে দেবো
তুমি তোমার।
ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায়,
ভালোবেসে যত খুশি,
বলতে পারো,
এই ফুল আমার। - [ ২ বার ]
ফুল শুধু ছড়াবে সৌরভ,
লজ্জায় বলবে না কিছুই।
ফুল শুধু ছড়াবে সৌরভ,
লজ্জায় বলবে না কিছুই,
ফুল থাকবে নীরব।
আমি তারায় তারায় রটিয়ে দেবো
তুমি আমার।
আমি তারায় তারায় রটিয়ে দেবো
তুমি তোমার।
জোছনা লুটালে,
তুমি অধিকার নিয়ে,
বলতে পারো,
এই জোছনা আমার। - [ ২ বার ]
এই চাঁদ খুঁজবে না উত্তর,
একবার যদি বলো।
এই চাঁদ খুঁজবে না উত্তর,
একবার যদি বলো আমাকে,
আমি থাকবো না নির্বাক।
আমি তারায় তারায় রটিয়ে দেবো,
তুমি আমার।
আমি তারায় তারায় রটিয়ে দেবো,
তুমি তোমার।
আমি তারায় তারায় রটিয়ে দেবো,
তুমি আমার।
আমি তারায় তারায় রটিয়ে দেবো,
তুমি তোমার।
আমি তারায় তারায় রটিয়ে দেবো,
তুমি আমার।
আমি তারায় তারায় রটিয়ে দেবো,
তুমি আমার।
][সমাপ্ত][
বাংলা গান তার জাদুকরী সুর আর কথার জন্য বিখ্যাত। তাই আমরা প্রতিটি বাংলা গানের লিরিক্সগুলো সম্পূর্ণ নির্ভুল এবং পরিষ্কার ভাবে প্রকাশ করার চেষ্টা করছি। প্রতিটি গানের লিরিক্স আমরা অত্যন্ত সতর্কতার সাথে পোস্ট করি, যাতে গানের কথায় কোন ভুল না থাকে। তাই বাংলা গানের নির্ভুল লিরিক্সটি পেতে ভিজিট করুন MYLYRICSWIKI.COM
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box