DHUSHOR SHOMOY (ধূসর সময়) LYRICS - ARTCELL
DHUSHOR SHOMOY LYRICS BY ARTCELL
![]() |
| ধুসর সময় |
SONG CREDITS
■ Title: Dhushor Shomoy
■ Singer: Artcell
■ Lyrics : Rumman Ahmed
■ Music : Artcell
■ Label : G Series
■ Release Date :Aprill 2006
■ Title: Dhushor Shomoy
■ Singer: Artcell
■ Lyrics : Rumman Ahmed
■ Music : Artcell
■ Label : G Series
■ Release Date :Aprill 2006
DHUSHOR SHOMOY FULL SONG
DHUSHOR SHOMOY LYRICS IN BANGLA
নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি,
শত রঙে রাঙিয়ে
মিথ্যে কোনো স্পন্দন,
আলোর নিচে যে আঁধার খেলা করে,
সে আঁধারে শরীর মেশালে হে... ।
নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি,
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন,
আলোর নিচে যে আঁধার খেলা করে,
সে আঁধারে শরীর মেশালে হে...।
আজ আমি
ধূসর কি রঙিন সময়ে,
পথ হারাই তোমাতে।
জীবনের কাঁটাতারে তুমি,
অন্ত্যমিলের অপূর্ণতায়।
বেওয়ারিশ ঘুড়ি
উড়ে যাও,
অনাবিল আকাশের... শূণ্যতায়।
তবু আমি...।
কী খুঁজি মানুষের বিষাদের চোখে,
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে,
একা একা আমি থাকি দাঁড়ায়ে,
স্মৃতির ঝড়ো বাতাসে দু'জনার শরীর মেশাই।
কী খুঁজি মানুষের বিষাদের চোখে,
কোথায় আলোর উৎসবে
স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে।
একা একা আমি থাকি দাঁড়ায়ে,
স্মৃতির ঝড়ো বাতাসে দু'জনার শরীর মেশাই।
আজ আমি ধূসর কি রঙিন সময়ে,
পথ হারাই তোমাতে।
জীবনের কাঁটাতারে তুমি,
অন্ত্যমিলের অপূর্ণতায়।
বেওয়ারিশ ঘুড়ি
উড়ে যাও,
অনাবিল আকাশের... শূণ্যতায়।
জীবনের কাঁটাতারে তুমি,
অন্ত্যমিলের অপূর্ণতায়।
বেওয়ারিশ ঘুড়ি
উড়ে যাও,
অনাবিল আকাশের... শূণ্যতায়।
তবু আমি...।
][সমাপ্ত ][
শত রঙে রাঙিয়ে
মিথ্যে কোনো স্পন্দন,
আলোর নিচে যে আঁধার খেলা করে,
সে আঁধারে শরীর মেশালে হে... ।
নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি,
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন,
আলোর নিচে যে আঁধার খেলা করে,
সে আঁধারে শরীর মেশালে হে...।
আজ আমি
ধূসর কি রঙিন সময়ে,
পথ হারাই তোমাতে।
জীবনের কাঁটাতারে তুমি,
অন্ত্যমিলের অপূর্ণতায়।
বেওয়ারিশ ঘুড়ি
উড়ে যাও,
অনাবিল আকাশের... শূণ্যতায়।
তবু আমি...।
কী খুঁজি মানুষের বিষাদের চোখে,
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে,
একা একা আমি থাকি দাঁড়ায়ে,
স্মৃতির ঝড়ো বাতাসে দু'জনার শরীর মেশাই।
কী খুঁজি মানুষের বিষাদের চোখে,
কোথায় আলোর উৎসবে
স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে।
একা একা আমি থাকি দাঁড়ায়ে,
স্মৃতির ঝড়ো বাতাসে দু'জনার শরীর মেশাই।
আজ আমি ধূসর কি রঙিন সময়ে,
পথ হারাই তোমাতে।
জীবনের কাঁটাতারে তুমি,
অন্ত্যমিলের অপূর্ণতায়।
বেওয়ারিশ ঘুড়ি
উড়ে যাও,
অনাবিল আকাশের... শূণ্যতায়।
জীবনের কাঁটাতারে তুমি,
অন্ত্যমিলের অপূর্ণতায়।
বেওয়ারিশ ঘুড়ি
উড়ে যাও,
অনাবিল আকাশের... শূণ্যতায়।
তবু আমি...।
][সমাপ্ত ][
অনিকেত প্রান্তর এ্যালবামের সবগুলো গানের লিরিক্সঃ
■ ধূসর সময়

কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box