CHAP NAI (চাপ নাই) SONG LYRICS - GullyBoy Rana & Tabib Mahmud
![]() |
চাপ নাই লিরিক্স |
CHAP NAI SONG LYRICS BY TABIB MAHMUD & GULLYBOY RANA
CHAP NAI BY TABIB MAHMUD & RANA : CHAP NAI is a bengali song, performed by GULLYBOY RANA & TABIB MAHMUD & Lyrics penned by Tabib Mahmud.While the music is composed by Tabib Mahmud.
SONG CREDITS:
■ Title: Chap Nai
■ Singer: Tabib Mahmud & Rana
■ Lyrics : Tabib Mahmud
■ Music : Tabib Mahmud
■ Label : Tabib Mahmud (Pvt. Release)
■ Release Date : Nov 28, 2020
CHAP NAI BY RANA GULLYBOY LYRICS
এই আমি রানা গাল্লি বয়,
থাকি চুপচাপ,
আমি ভাঙ্গা লাঠি দিয়া
মারি বড় বড় সাপ।
এটা কামরাঙ্গির চর,
টেম্পারেচার বেশি আছে,
চার ডিগ্রি জ্বর,
ঢাকা কাপে থর থর।
লাগে এক বলে ছয় রান,
মাঠে সাকিব আল হাসান,
আরে জয় পরাজয়ের
মাঝে এক বল ব্যবধান।
পুরা গ্যালারির চাপ,
আর আমি চাপের বাপ,
বিশাল ছক্কা মাইরা দিছি,
মাইপা সব খাপে খাপ।
খুশি শুভ্র ভাই,
নিলো নেতা নেতা ভাব,
নিচে হাফ প্যান্ট পরা,
মুখে পাইপ হাতে ডাব।
আবার মুখ দিয়ে বিট মারে,
মাঝে মাঝে দম ছাড়ে।
উস্তাদ চাপ খাইয়া বাপ ডাকে,
হিপহপ সং ছাড়ে,
টিকা বড় টাফ,
করেনা কেউ কাউরে মাফ।
আবার চেকিং দিয়ে ফাইভস্টারে
টয়লেট করে সাফ
পুরা জীবন কাপ যাপ,
মুখে ফ্যাক ফ্যাক হাসি,
আরে চাপ নাই ভায়া,
আমি তোরে ভালোবাসি।
চাপ নাই - নাই - নাই চাপ
তোমরা যারে চাপ কও
আমি তার বাপ।
আরে চাপ নাই - নাই - নাই চাপ
তোমরা যারে চাপ কও
আমি তার বাপ। - [ ২ বার]
আকাশ ভরা তাঁরা
আমার চাঁদ বাগানে বাঁশ,
নদীর বাধ ভাইঙ্গা কুমির ঢুইকা
গলায় দিছে ফাস,
সে কি মহা সর্বনাশ,
অল্প বিদ্যা ভয়ংকারী,
অহংকারী দাস।
সাথে জ্ঞানই হইছে ত্রাস,
আরে চোরের মার বড় গলা
গৃহস্তের একদিন,
আধুনিক পোলাপান
গুলাই ফেলছে রাত দিন।
রুটির উপর সবজি দিয়া,
নাম দিছে পিজ্জা,
গরমে আরামে শরমে ভুইলা,
বয়ে বয়ে পড়ছে লজ্জা।
ধর তকতা মার পেরেক,
বুঝা বড় টাফ,
ভালোবাসা চাইলাম ফুল,
তুমি দিলা আমায় হাফ।
আমার হাসি খুশি মুখ,
তবু বাশি হয়না মন,
তাই চাপে খেলি ভালো,
ভুলি কালো আবরন।
আরে নাম যার চাপ নাই
তার চাপ সিমাহীন
চামের উপর বামে যাইয়া
চাপ খাইছে আলাদিন।
চেরাগ হাতে ধরায় দিয়া
দৈত্য মামা হাওয়া হই,
চাপ নাই পেরা নাই,
চাপ নাই ভায়া।
লবন ছাড়া রোস্ট,
ফেসবুকে ছোট কইরা ছবি দিছে পোস্ট,
যার ক্যাপশন নাই।
আমার অভিধানে চাপ নেয়ার
অপশন নাই।
ভাইকে বিশ্বাস করলে কোন
টেনশন নাই।
আরে লবন ছাড়া রোস্ট,
ফেসবুকে ছোট কইরা ছবি দিছে পোস্ট,
যার ক্যাপশন নাই।
আমার অভিধানে চাপ নেয়ার
অপশন নাই।
আরে নাই নাই নাই
কোন টেনশন নাই।
চাপ নাই, নাই, নাই চাপ
তোমরা যারে চাপ কও
আমি তার বাপ।
আরে চাপ নাই,নাই,নাই চাপ
তোমরা যারে চাপ কও
আমি তার বাপ। - [ ২ বার]
][সমাপ্ত][
বাংলা নতুন সব গানের নির্ভুল লিরিক্সটি পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। নতুন গানের আপডেট পেতে MYLYRICSWIKI বুকমার্ক করে রাখুন।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box