ASMANE UITHACHE CHAND LYRICS - CHAMOK HASAN

ASMANE UITHACHE CHAND MP3 SONG LYRICS BY CHAMOK HASAN

Asmane Uithache Chand Lyrics Chamok Hasan
আসমানে উইঠাছে চান লিরিক্স 
ASMANE UITHACHE CHAND LYRICS BY CHAMOK HASAN :
" Asmane Uithache Chand" is a Bengali Song,Sung by Chamok Hasan & Lyrics penned by Sadat Hossain.While the music is composed by Rezaul Karim Leemon.




SONG CREDITS:
■ Title: Asmane Uithache Chand
■ Singer: Chamok Hasan
■ Lyrics : Sadat Hossain
■ Music : Rezaul Karim Leemon
■ Label : Bangladhol Ltd
■ Release Date : May 24, 2020

ASMANE UITHACHE CHAND FULL OFFICIAL MUSIC VIDE


ASMANE UITHACHE CHAND LYRICS

আসমানে উইঠাছে চান,
সেই চান তোমারও লাহান, 
চানের ঐ মুখ চোখে দেইখা 
মন হইলো আনচান।

বাগানে ফুইটাছে ফুল, 
সেই ফুলে তোমারই ভুল,
আমার গাঙে ঢেউ উঠাইয়া
ভাঙিল দুই কূল।

আকূল হইয়া সেই ঢেউয়েতে 
ঘর ভাইঙ্গাছি, ও বন্ধু, 
তোমার লগে আমি আমার মন বাইন্ধাছি।

শুধু আমি জাইনাছি, 
তোমার লাইগা বন্ধু আমার মন বাইন্ধাছি। 

জমিনে উইঠাছে বান, 
সেই বান তোমারও লাহান, 
ঘর-দুয়ার ভাসায় নিয়া ভাসাইল পরাণ।

নাও ভাসাইলা নয়া মাঝি,
 তারি তরে ধরলাম বাজি, 
সেই বাজিতে সব হারাইয়া মাঝ দরিয়ায় ভাসি।

ও সর্বনাশী...
সর্বনাশী আমি আমার ঘর ভাইঙ্গাছি, 
ও বন্ধু, তোমার লগে আমি আমার মন বাইন্ধাছি। 

বুকে বাইন্ধাছে অসুখ, 
সে অসুখের তুমি ওষুধ
ফকির-কবরেজ মিছাই
আসুক হতে সাক্ষী-সাবুদ। 

নিশি-রাইতে ডাকে কেযে, 
চোখের জলে বালিশ ভেজে,
সে বালিশে নিত্য জানে কি দুঃখ কার মাঝে।

সে দুঃখের কান্দনে 
আমার ঘর ভাইঙ্গাছি ও বন্ধু, 
তোমার লগে আমি আমার মন বাইন্ধাছি। 
][সমাপ্ত][ 
বাংলা মন মাতানো সব গানের নির্ভুল লিরিক্সটি পেতে ভিজিট করুন আমাদের এই ওয়েবসাইটে। নতুন সব গানের আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন MYLYRICSWIKI.COM

1 টি মন্তব্য:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.