MON PROJAPOTI LYRICS (মন প্রজাপতি) - PRERONA | BENGALI SONG 2019
MON PROJAPOTI SONG LYRICS BY PRERONA - "Mon Projapoti" is a Bengali Band song, Released by Dhruba Music Station and sung by Prerona.While the lyrics is penned by Kabir Bakul.The tune of "Mon Projapoti " is created by Ahmmed Humayun.This song was released on 29th May 2019.
SONG CREDITS :
■ Song: Mon Projapoti
■ Singer: Prerona
■ Music : Ahmmed Humayun
■ Lyrics : Kabir Bokul
■ Label: Dhruba Music Station
■ Release Date : May 29, 2019
MON PROJAPOTI LYRICS IN BANGLA
মন প্রজাপতি, চায় অনুমতি,
কাকে যেন খুঁজে পেতে চায়।
ছায়া পিছু পিছি, আশা কিছু কিছু,
উড়ে বহুদূরে যেতে চায়। - [ ২ বার ]
মেঘেদের উড়ো চিঠি আকাশে
কোথা পাবে স্বপ্ন পাখা সে।
চুপকথা রুপকথা হয়ে যায়,
চোখ ঘেসে হৃদয়েই রয়ে যায়।
রোজ পৃথিবীটা একটি কবিতা,
কবি হয়ে যায় এই মন।
বসে আয়নাতে,
সে নিজেরই সাথে,
করে শুধু কথোপকথন। - [ ২ বার ]
ডেকে আনে ভাবনার টেবিলে,
কতকাল পরশু যে ছিলে,
চুপকথা রুপকথা হয়ে যায়,
চোখ ঘেসে হৃদয়েই রয়ে যায়।
কল্পনা তুলি আঁকে ছবিগুলি,
চোখদুটো হয় ক্যানভাস।
জলে ভেসে ভেসে,
ভালো বেসে বেসে,
আকুরিয়ামে ছোটে মাছ। - [ ২ বার ]
রাজকুমারের পাবে দেখা সে,
তাই বুঝি আজ বড় একা সে,
চুপকথা রুপকথা হয়ে যায়,
চোখ ঘেসে হৃদয়েই রয়ে যায়।
মন প্রজাপতি, চায় অনুমতি,
কাকে যেন খুঁজে পেতে চায়।
ছায়া পিছু পিছি, আশা কিছু কিছু,
উড়ে বহুদূরে যেতে চায়। - [ ২ বার ]
মেঘেদের উড়ো চিঠি আকাশে
কোথা পাবে স্বপ্ন পাখা সে।
চুপকথা রুপকথা হয়ে যায়,
চোখ ঘেসে হৃদয়েই রয়ে যায়।
][ সমাপ্ত ][
কাকে যেন খুঁজে পেতে চায়।
ছায়া পিছু পিছি, আশা কিছু কিছু,
উড়ে বহুদূরে যেতে চায়। - [ ২ বার ]
মেঘেদের উড়ো চিঠি আকাশে
কোথা পাবে স্বপ্ন পাখা সে।
চুপকথা রুপকথা হয়ে যায়,
চোখ ঘেসে হৃদয়েই রয়ে যায়।
রোজ পৃথিবীটা একটি কবিতা,
কবি হয়ে যায় এই মন।
বসে আয়নাতে,
সে নিজেরই সাথে,
করে শুধু কথোপকথন। - [ ২ বার ]
ডেকে আনে ভাবনার টেবিলে,
কতকাল পরশু যে ছিলে,
চুপকথা রুপকথা হয়ে যায়,
চোখ ঘেসে হৃদয়েই রয়ে যায়।
কল্পনা তুলি আঁকে ছবিগুলি,
চোখদুটো হয় ক্যানভাস।
জলে ভেসে ভেসে,
ভালো বেসে বেসে,
আকুরিয়ামে ছোটে মাছ। - [ ২ বার ]
রাজকুমারের পাবে দেখা সে,
তাই বুঝি আজ বড় একা সে,
চুপকথা রুপকথা হয়ে যায়,
চোখ ঘেসে হৃদয়েই রয়ে যায়।
মন প্রজাপতি, চায় অনুমতি,
কাকে যেন খুঁজে পেতে চায়।
ছায়া পিছু পিছি, আশা কিছু কিছু,
উড়ে বহুদূরে যেতে চায়। - [ ২ বার ]
মেঘেদের উড়ো চিঠি আকাশে
কোথা পাবে স্বপ্ন পাখা সে।
চুপকথা রুপকথা হয়ে যায়,
চোখ ঘেসে হৃদয়েই রয়ে যায়।
][ সমাপ্ত ][