CHOWAR OSHUKH ( ছোঁয়ার অসুখ ) - Lyrics | TANIM MAHMUD
CHOWAR OSHUKH ( ছোঁয়ার অসুখ ) - Lyrics | TANIM MAHMUD
CHOWAR OSHUKH LYRICS : Presenting ''CHOWAR OSHUKH'' Bangla Song Lyrics.This song is Sung By TANIM MAHMUD & Lyrics By SHOMESWAR OLI . CHOWAR OSHUKH music By EMON CHOWDHURY .
CHOWAR OSHUKH [ Song Credits ]
CHOAR OSHUKH
Singer : Tanim Mahmud
Tune & Composition : EMON CHOWDHURY
Lyrics : SHOMESWAR OLI
Label : M RECORDS
Media Partner : GAAN BANGLA TELEVISION [ GBtv ]
অনেক বৃষ্টি ঝরেছে জীবনে
পথের গল্প রয়েছে না বলা
হাজার প্রশ্ন মেলেনি জবাবে
আমি পারতাম, তবু ছুঁইনি তোমার ওই মুখ
তোমার দৃশ্য রেখেছি দু’চোখে
আমার নদীর স্রোত জরিয়ে । - [ ৩ বার ]
[ সমাপ্ত ]
CHOWAR OSHUKH BY TANIM MAHMUD |
CHOWAR OSHUKH [ Song Credits ]
CHOAR OSHUKH
Singer : Tanim Mahmud
Tune & Composition : EMON CHOWDHURY
Lyrics : SHOMESWAR OLI
Label : M RECORDS
Media Partner : GAAN BANGLA TELEVISION [ GBtv ]
CHOWAR OSHUKH BANGLA LYRICS :
অনেক বৃষ্টি ঝরেছে জীবনে
তুমি ছিলে রোদেলা স্বপনে,
ছিলে আখির কোনায়, ছিলে জলের কোনায় ...
অনেক বৃষ্টি ঝরেছে জীবনে
তুমি ছিলে একেলা গোপনে,
ছিলে মেঘের ভেলায়, ছিলে মনের খেলায় ।
পথের গল্প রয়েছে না বলা
তুমি এলেনা, আমি যে উতলা
এলে ঘুমের ডানায়, এলে কানায় কানায়,
আমার মনের পথ মাড়িয়ে ।
আমি পারতাম, তবু ছুঁইনি তোমার ওই মুখ,
যদি না ভরে এই বুক, না কমে ছোঁয়ার অসুখ । - [ ২ বার ]
হাজার স্বপ্ন ফুটেছে এবেলা
আমি দেখি একাকী একেলা ,
দেখি একার আকাশ, দেখি বেকার বাতাস ।
হাজার প্রশ্ন মেলেনি জবাবে
কথা বলি নিয়মে স্বভাবে
বলি গোপন ভাষায়, বলি মিথ্যে আশায় ।
আমি পারতাম, তবু ছুঁইনি তোমার ওই মুখ
যদি না ভরে এই বুক, না কমে ছোঁয়ার অসুখ । - [ ২ বার ]
তোমার দৃশ্য রেখেছি দু’চোখে
তুমি রয়েছো আঁধারে আলোকে
আছো দুরের তারায়, জলের ধারায় ।
আমার নদীর স্রোত জরিয়ে । - [ ৩ বার ]
আমি পারতাম, তবু ছুঁইনি তোমার ওই মুখ
যদি না ভরে এই বুক, না কমে ছোঁয়ার অসুখ । - [ ২ বার ]
[ সমাপ্ত ]